আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে বেশ কিছু ঘটনা ঘটলেও, বল পরিবর্তন নিয়ে বিতর্কই আলোচনার কেন্দ্রে ছিল।
ইংল্যান্ডের ইনিংসের ৯১-তম ওভারের ঘটনা। যে বলটা ব্যবহার করা হচ্ছিল, সেই বলের আকার বদলে যাওয়ায় ভারত বল পরিবর্তন করার জন্য জন্য অনুরোধ করে। আম্পায়ার পরীক্ষা করে দেখেন। ভারতের অনুরোধ মেনে নেন। সেই বলটি যতটা পুরনো হওয়ার দরকার ছিল, তার থেকেও বেশি পুরনো হয়ে গিয়েছিল।
এর ফলে ভারত অধিনায়ক শুভমান গিল এবং পেসার মহম্মদ সিরাজ আম্পায়ারের সঙ্গে তীব্র আলোচনায় জড়িয়ে পড়েন। কারণ তাঁরা তুলনামূলকভাবে নতুন বল চেয়েছিলেন।
আরও পড়ুন: পিএসজি না চেলসি, ক্লাব বিশ্বকাপে শেষ হাসি কার জন্য তোলা? হাইভোল্টেজ ফাইনাল জবাব দেবে সব প্রশ্নের
গিল আম্পায়ারকে আক্রমণ করেন। সিরাজও এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেন। তবে ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন এই ঘটনায় ভিন্ন মত পোষণ করেন।
হার্মিসন বলেন, ''ভারতের প্রতি আমার কোনও সহানুভূতিই নেই। ওরা বল বদলাল কেন? জশপ্রীত বুমরাহ তো সুইং পাচ্ছিল। মহম্মদ সিরাজ বুমরাহকে বল পর্যন্ত থ্রো করেনি। ওর মতামত পর্যন্ত নেয়নি। বল বদলানোর অনুরোধ যখন করা হয়, তখন বল সুইং করছিল। ভারত বল কেন পরিবর্তন করল, তা আমার মাথায় ঢুকছে না।''
বল পরিবর্তন করার দরকার ছিল না কারণ আগে ব্যবহৃত বলটি পরবর্তীতে ব্যবহৃত বলটির চেয়ে অনেক বেশি সুইং করছিল।
হার্মিসন আরও বলেন, ''বলটা সব ধরণের কাজ করছিল। ওরা মাত্র তিনটি উইকেট তুলতে সমর্থ হয়। তার পরই বিরাট ধাক্কা। জেমি স্মিথকে আউট করার চেষ্টা আর করল না গিল।''
৯১তম ওভারে ঘটনাটি ঘটে। চতুর্থ বলের পরেই শুভমন বল নিয়ে আম্পায়ারের কাছে গিয়ে প্রতিবাদ জানান। আম্পায়ারও দেখেন বল আকারে বড় হয়ে গিয়েছে। বল পরীক্ষা করার ‘রিং’-এর মধ্যে ঢুকছে না।
বল পরিবর্তন করার জন্য চতুর্থ আম্পায়ারকে ডাকা হয়। মাঠের আম্পায়ারেরা যে বল বেছে দেন, সেটি দেখে মোটেই ১০ ওভার পুরনো বল মনে হচ্ছিল না। আরও পুরনো লাগছিল।
সিরাজ সেই বল হাতে নিয়ে এসে শরফুদ্দৌলাকে বলেন, “এটা ১০ ওভার পুরনো বল মনে হচ্ছে? সত্যি সত্যি?” শরফুদ্দৌলা অনুরোধ করেন তাড়াতাড়ি বল করতে যাওয়ার জন্য। সিরাজ রান-আপ শুরু করতে যাবেন এমন সময় আকাশদীপ এগিয়ে এসে আবার বলের পালিশ দেখান।
#MohammedSiraj was clearly unhappy with the second new ball! ????
— Star Sports (@StarSportsIndia)
What's your take on the bowlers facing consistent problems with the Dukes ball this tour? ????#ENGvIND ???? 3rd TEST, DAY 2 | LIVE NOW on JioHotstar ???? https://t.co/mg732JcWfD pic.twitter.com/jSSQCp1NyZTweet by @StarSportsIndia
সিরাজ ফের আম্পায়ারের কাছে গিয়ে বল বদলানোর আবেদন করেন। তবে সেই বল আর বদলানো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও এখন ভারতকে সেই বলে খেলতে হচ্ছে। উল্লেখ্য, এজবাস্টন টেস্টের পর শুভমন বলেছিলেন, “বোলারদের জন্য কাজটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। পিচের থেকেও দ্রুত বল ক্ষয়ে যাচ্ছে। নরম হয়ে যাচ্ছে। জানি না কী কারণে এ রকম হচ্ছে। এই বলে উইকেট পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে।”
এদিকে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। তৃতীয় দিনের খেলার শেষে নানা অছিলায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সময় নষ্ট করার চেষ্টা করেন। হাতে ছিল ১০ মিনিট। তাতে ২ ওভার করা যেত। কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা নামতে দেরি করেন। তার উপরে বুমরাহ বল করতে এলে জাক ক্রলি সময় নষ্ট করেন। ভারত অধিনায়ক শুভমান গিলকে দেখা যায় তিনি উত্তেজিত হয়ে কিছু বলছেন জাক ক্রলিকে। বুমরাহ থেকে শুরু করে বাকিরা হাততালি দিতে থাকেন। তৃতীয় দিনের শেষ বেলায় জমে ওঠে লর্ডস টেস্ট।
আরও পড়ুন: 'ওকে বলেছিলাম ১০০ করার...', পন্থের রান আউটের জন্য দায়ী তিনি, লোকেশ রাহুল একজনই হন
