আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল জশপ্রীত বুমরাহ। ২৪.৪ ওভার হাত ঘুরিয়ে ৮৩ রানের বিনিময়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন বুম বুম বুমরাহ। 

বুমরাহর বলেই একাধিক ক্যাচ পড়ে। ক্যাচগুলো ধরতে পারলে আরও আগেই হয়তো ইংল্যান্ড ধসে যেতে পারত। যশস্বী জয়সওয়ালই ফেলেন তিন-তিনটি ক্যাচ। কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। সেই ক্যাচই পড়ল হাফ ডজন। বুমরাহ অবশ্য এসবে অবিচল। কাউকে দোষারোপ করার বান্দা তিনি নন। টুপি দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোনও অভিযোগ করেননি বুমরাহ।

সাংবাদিক বৈঠকে ভারতের তারকা পেসার বলেন, ''সেই মুহূর্তের জন্য বিষয়টা হতাশাজনক। তবে বসে কাঁদলে তো আর চলবে না। হতাশা ভুলে এগিয়ে যেতে হবে। আমি খুব বেশি ভাবি না। অনেক ক্রিকেটারই এই পর্যায়ে নতুন। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন করে তোলে ফিল্ডারদের। ইচ্ছা করে কেউ ক্যাচ ফেলে না। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করবে। রাগ বা প্রতিক্রিয়া দেখিয়ে, আমি চাপ প্রয়োগ করতে চাই না।'' 

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে উইকেট নেওয়ার ক্ষেত্রে আগেই বুমরাহ ছাপিয়ে গিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। বিদেশের মাটিতে প্রাক্তন পাক তারকা পাঁচ উইকেট নিয়েছেন ১১ বার। আক্রমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন বুমরাহ। বিদেশের মাটিতে দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ১২ বার পাঁচ উইকেট নিয়েছিলেন। কপিলকে ছুঁয়ে ফেললেন বুমরাহকে। অস্ট্রেলিয়ার মাটিতে বুম বুম বুমরাহ ভারতীয় বোলিংকে একার কাঁধে টেনেছিলেন। ইংল্যান্ডেও তিনিই যে ভারতীয় বোলিংকে নেতৃত্বে দেবেন তা জানাই।