আজকাল ওয়েবডেস্ক: ভারতের বার্মিংহ্যাম টেস্ট জয়ের মাঝে দাঁড়িয়ে কেবল বৃষ্টি ও সাত উইকেট। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭২। গতকাল রাতে বৃষ্টি হয় বার্মিহ্যামে। সকালেও বৃষ্টি। আর তার জন্যই নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
বৃষ্টির জন্য দশ ওভার কাটা হল। অর্থাৎ ৮০ ওভারের খেলা। ভারতীয় সময় বিকেল পাঁচটা দশ মিনিটে খেলা শুরু হবে। আকাশের কালো মেঘ সরিয়ে এখন সূর্যের দেখা মিলেছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে।
চতুর্থ দিন গিল মহাকাব্য শেষমেশ থামে ১৬১ রানে। ৪২৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডের টার্গেট বিশাল ৬০৮ রান। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। শেষ বেলায় ভারতীয় বোলারদের দাপটের দিন নায়ক একজনই। তিনি ভারত অধিনায়ক শুভমান গিল।
একাধিক রেকর্ড গড়েন তিনি। সবার মনে যখন একটাই প্রশ্ন, কখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করবে ভারত, ঠিক সেই সময়েই গিল ডেকে নিলেন তাঁর সেনানীদের। হেডিংলি টেস্টে শেষ দিনে করতে হতো সাড়ে তিনশো রান। সেই রান তুলে নিয়ে টেস্ট জিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের পরিণতি যাতে সেদিকে না যায়, সেই কারণে রানের পাহাড় গড়ল ভারত। ইনিংস ডিক্লেয়ার করতেও সময় নিলেন গিল। ইংল্যান্ডের হাতে দিলেন কম সময়। সেই সঙ্গে রানের পরিমাণও দিলেন বহু বাড়িয়ে। কিন্তু রবিবার বৃষ্টিতে খেলা দেরিতে শুরু হওয়ায় ভারতের হাতে ৯০-এর পরিবর্তে ৮০ ওভার।
