আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেস্ট দল থেকে বিরাট কোহলির অবসর নিয়ে বড় ঘোষণা করলেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। শুক্রবার সাংবাদিক বৈঠকে আগরকর জানান, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি চলতি বছরের এপ্রিল মাসেই তাঁকে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, কোহলি আনুষ্ঠানিকভাবে ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।
অন্যদিকে, আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ভারতের ইংল্যান্ড সফরের দল ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগরকর বলেন, ‘বিরাট এপ্রিলের শুরুতেই আমাকে জানিয়েছিল। ওর মতো ক্রিকেটার অবসর নিলে দলে বড় শূন্যস্থান তৈরি হয় যা পূরণ করা যথেষ্ট কঠিন। অশ্বিনও অবসর নিয়েছে। ওরা তিনজনই (রোহিত, কোহলি, অশ্বিন) দীর্ঘদিন ধরে ভারতের জন্য অসামান্য পারফর্ম করেছে। তবে এটা অন্যদের জন্য ভারতীয় দলের দরজা খুলে দেয়’।
আগরকর আরও বলেন, ‘বিরাটের সঙ্গে আমার কথা হয়েছে। ও সবসময়ই মাঠে নিজের ২০০% দিয়ে এসেছে। সেটা ব্যাটিং হোক বা ফিল্ডিং। কিন্তু ও নিজে মনে করেছে, আর হয়তো সেই মান ধরে রাখা সম্ভব হবে না। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছে সরে দাঁড়ানোর। ওর মতো কিংবদন্তির সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত’।
প্রসঙ্গত, বিরাট কোহলির শেষ টেস্ট সিরিজ ছিল চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে পাঁচটি টেস্টে মাত্র ১৯০ রান করেন বিরাট। প্রথম টেস্টে অপরাজিত থেকে শতরান করলেও পরবর্তী ম্যাচগুলোতে রান পাননি। কোহলির ঘোষণার আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মাও। হিটম্যানের জায়গায় এদিন বিসিসিআই নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করেছে।
