আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন ট্রাভিস হেড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই হেড-কাঁটাই ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। শুধু কি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেড ভারতের পথের কাঁটা হয়ে উঠেছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ট্র্যাভিস হেড ভারতের জুজু হয়ে ওঠেন। সেই হেডকে সবক শেখানোর জন্য ভারতের হাতেও রয়েছে অস্ত্র। সেই অস্ত্রের নাম মহম্মদ সামি। একসময়ে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার হরভজন সিং নিজের ইউটিউবে বলেছেন, ''তিনটি জিনিস ভারতকে করতে হবে। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এই তিনটি জিনিস করা দরকার। প্রথমত ট্র্যাভিস হেড জুজু কাটাতে হবে এবং ওকে আউট করতে হবে। সামি সাহাব, অনেক ট্র্যাভিস হেড-ট্র্যাভিস হেড শুনেছি। এবার ওকে রান করতে দেওয়া যাবে না।''
শুধু হেড নন, ভারতের আশঙ্কার কারণ হতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিস। এই দুই অজি তারকার কথা স্মরণ করিয়ে দিয়ে ভাজ্জি বলছেন, ''ওদের লোয়ার অর্ডারের দুই ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিস চার-ছক্কা হাঁকাতে দক্ষ। ওদের দ্রুত রান করতে দেওয়া চলবে না।''
হরভজনের তৃতীয় পরামর্শ খুব সহজ সরল। তিনি বলছেন, ''এটা নক আউট ম্যাচ। নক আউট ম্যাচে কেউ বিশেষ কিছু করতে চায় না। এতদিন ধরে যেভাবে খেলে এসেছো, ঠিক সেভাবেই খেলো।''
এসময়ে হরভজন অস্ট্রেলিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। তাঁর পারমর্শ মেনে কি মহম্মদ সামিরা দুবাইয়ে নামবেন? অজি-যুদ্ধে নামার আগে হরভজনের পরামর্শ কি শুনলেন রোহিতরা?
