আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টি ম্যাচ। সিরিজে আপাতত ২–১ এগিয়ে টিম ইন্ডিয়া। শেষ খেলা ব্রিসবেনে। সিরিজ হারের ভয় আর নেই। তবে ভারতের ৩–১ ব্যবধানে সিরিজ জয়ের পথে বাধা হতে পারে আবহাওয়া।


অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না বলে আশ্বাস দিয়েছেন আবহবিদরা। পূর্বাভাস অনুযায়ী, ব্রিসবেনে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে দীর্ঘ সময় বৃষ্টি হবে না। শনিবার ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬০ শতাংশ। বৃষ্টির জন্য টসের সময় কিছুটা পিছতে পারে। খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন না আবহবিদরা। 


প্রসঙ্গত, ভারত–অস্ট্রেলিয়ার প্রথম টি–টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় পান মিচেল মার্শরা। এর পর টানা দু’টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছেন সূর্যরা। শনিবার ভারতীয় শিবিরের লক্ষ্য থাকবে ব্যবধান বাড়িয়ে সিরিজ জয়। কারণ হেরে গেলে সিরিজ ড্র হবে। আর বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে ভারত ২–১ ব্যবধানে সিরিজ জিতে যাবে।


এদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিকে নতুন অস্ত্রে আক্রমণ শানাতে তৈরি ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। একই সঙ্গে তিনি পাকিস্তানের মন্ত্রী, আবার পাক বোর্ডের প্রেসিডেন্টও। সঙ্গে এসিসি সভাপতি। এত ভূমিকায় একসঙ্গে কীভাবে থাকতে পারেন নকভি? আইসিসির বৈঠকে প্রশ্ন তুলতে চলেছে ভারতীয় বোর্ড।


আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরাসরি তৃতীয় কোনও সংস্থা হস্তক্ষেপ করতে পারে না। এমনকী সরকারও নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা নকভি কীভাবে পাক বোর্ড বা এসিসির সভাপতি হতে পারেন। এক্ষেত্রে তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। শুক্রবার দুবাইতে আইসিসির বৈঠকে সেই অভিযোগই তুলতে চলেছে বিসিসিআই। শোনা যাচ্ছে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বোর্ড এ বিষয়ে বিসিসিআইয়ের পাশে দাঁড়াতে পারে।