আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাডিলেডের রাস্তায় ক্যাবে চড়তে দেখা গেল যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণাদের।


বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে অ্যাডিলেডে ছিল ভারতীয় দল। জুরেল, প্রসিধ এবং যশস্বী ঘুরতে বেরোন। মোবাইলের অ্যাপ থেকে ক্যাব বুক করেন তাঁরা। ভারতীয় ক্রিকেটারদের চিনতে ভুল করেননি ওই চালক। প্রাথমিক বিস্ময় কাটিয়ে গন্তব্যের দিকে গাড়ি নিয়ে রওনা দেন তিনি। গন্তব্যে পৌঁছোনোর পর যশস্বীদের শুভেচ্ছা জানান। তিন ক্রিকেটারের সঙ্গে সৌজন্য বিনিয়মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত ক্যাব চালক।


এটা ঘটনা অ্যাডিলেডের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভুত ক্যাব চালকের গাড়িতে উঠে বসে পড়েন তিন ভারতীয় ক্রিকেটার। এমন যাত্রী তিনি আগে কখনও পাননি। পিছনের এবং পাশের আসনে বসা যাত্রীদের বার বার দেখতে থাকেন। ঠিক দেখছেন কিনা, বোঝার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই তিন যাত্রীর নাম ছিল ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণা এবং যশস্বী জয়সওয়াল।


প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছেন শুভমান গিলরা। তিন ম্যাচের সিরিজে ০–২ ব্যবধানে পিছিয়ে গিয়েছে ভারত। সিরিজ জয়ের আর সুযোগ নেই। বৃহস্পতিবারের ম্যাচের পর তিন ভারতীয় ক্রিকেটারের ক্যাব সফরের ভিডিও এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

এদিকে, অ্যাডিলেডেই সিরিজ জেতা হয়ে যাওয়ায় সিডনিতে শেষ একদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হল। সিডনি ম্যাচের জন্য তিন জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।


গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত। বেন ডোয়ারসুইসও টি–টোয়েন্টি সিরিজে খেলবেন। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। তিনি কব্জির চোট সারিয়ে সুস্থ। চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে। জশ ফিলিপকেও টি–টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে।


নতুন পেসার মাহলি বিয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে টি–টোয়েন্টি দলে রাখা হবে। কারণ, জশ হ্যাজেলউডকে দ্বিতীয় ম্যাচের পর এবং শন অ্যাবটকে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডের প্রস্তুতির জন্য তৃতীয় ম্যাচের পর ছেড়ে দিতে হবে। শেফিল্ড শিল্ডে খেলে তাঁরা অ্যাশেজের জন্য প্রস্তুত হবেন।


শেফিল্ড শিল্ডে খেলার জন্য এক দিনের দল থেকে ব্যাটার মার্নাস লাবুশানেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনিও অ্যাশেজের জন্য তৈরি হবেন। শনিবার সিডনিতে শেষ এক দিনের ম্যাচে দলে যোগ দিচ্ছেন জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাট কুনেম্যান।