আজকাল ওয়েবডেস্ক: বিজেপি জেলা সভাপতির গাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে৷ জানা গিয়েছে, বনগাঁ সংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ এদিন সকালে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঠাকুর বাড়িতে। সে সময় কিছু বিজেপি কর্মী সমর্থক সুব্রত ঠাকুরের নেতৃত্বে বিকাশ বাবুকে ঘিরে ধরে। মন্ডল সভাপতি কে হবে তা জানতে চায়।
এরপর তার কোনও উত্তর না দিয়ে বিকাশ শান্তনু ঠাকুরের ঘরে চলে যান৷ অভিযোগ, এরপরই উত্তেজিত সমর্থকেরা সুব্রত ঠাকুরের নেতৃত্বে বিকাশ ঘোষের চারচাকা গাড়িটির সামনের চাকায় শিকল দিয়ে তালা মেরে দেয়। এই ঘটনা জানাজানি হতে ঠাকুরবাড়ির চত্বরে চরম উত্তেজনা তৈরি হয়। যদিও পরে শান্তনু ঠাকুর জেলা সভাপতিকে নিয়ে বেরিয়ে সেই চাকা খোলার ব্যবস্থা করেন৷
অভিযোগ সেই সময় শান্তনু ও সুব্রত দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়৷ সংসদ শান্তনু ঠাকুর বলেন, "সুব্রত ঠাকুর জোর করে গাইঘাটার মন্ডল সভাপতি কাউকে করাতে চাইছে। কিন্তু এটা দলীয় সিদ্ধান্ত কাকে মন্ডল সভাপতি করা হবে কি হবে না। জেলা সভাপতি ওর কথা মতো না চালায় ওর গাড়িতে তালা দিয়ে দিয়েছে।" যদিও এ বিষয়ে বিকাশ ঘোষ বলেন, "সংসদ যা বক্তব্য দিয়েছেন সেটাই আমার বক্তব্য।"
এবিষয়ে সুব্রত ঠাকুর বলেন,"মন্ডল সভাপতি কাকে করা হবে কর্মীরা জানতে চেয়েছিল৷ সঠিক কোনও উত্তর না দেওয়ায়, কর্মীরাই তালা দিয়ে দিয়েছে গাড়িতে।"
