আজকাল ওয়েবডেস্ক: টানা দু'ম্যাচে দেখলেন ডাক। কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বিরাট প্রশ্ন। পারথে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি খাতা খোলেননি। দ্বিতীয় ওয়ানডেতেও একই পরিণতি। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের মহীরূহ। তাঁর নামের পাশে লেখা শূন্য। বিরাট-কেরিয়ারে এই প্রথমবার টানা দু'টি ওয়ানডেতে ডাক দেখলেন কোহলি। পারথে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গিয়ে ধরা পড়েছিলেন। এদিন এলবিডব্লিউ হলেন বলের হদিশ না পেয়ে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। বিরাট কোহলি মানেই রানমেশিন। বিরাট মানেই রেকর্ড আর রেকর্ড। সেই কোহলি কি পথ হারালেন?
তাঁর কেরিয়ার নিয়ে উঠে গেল প্রশ্ন। স্যর ডনের দেশে সফরের আগে রোহিত শর্মাকে নিয়েও হয়েছিল চর্চা। শোনা যাচ্ছিল দুই বৃদ্ধ সিংহ-রোহিত ও বিরাট অস্ট্রেলিয়া সফরের শেষেই হয়তো তাঁদের রথের চাকা থামিয়ে দেবেন। রোহিত ও বিরাট প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত পঞ্চাশ করে তাঁর উপরে চেপে বসা জগদ্দল পাথরটাকে সরালেন কিছুটা। কিন্তু কোহলি পারলেন না। তাঁর গাণ্ডীব বিশ্বাসঘাতকতা করে বসল মোক্ষম সময়ে। হাতে রইল মাত্র একটি ওয়ানডে। তৃতীয় ওয়ানডেতে কি গর্জে উঠবেন কোহলি?
আরও পড়ুন: টানা ১৭ ম্যাচে টস হার, লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার
চলতি সিরিজের আগে হরভজন সিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দুটো সেঞ্চুরি করবেন কোহলি। বিরাট বলেছিলেন, তিনি আগের থেকেও বেশি ফিট। হতে পারেন ফিট।
কিন্তু ম্যাচ তো খেলেননি কোহলি। ম্যাচ ফিট নন তিনি। সেটাই প্রকট হয়ে ধরা দিল। আরেক প্রাক্তন ইরফান পাঠান বলেছিলেন, বর্ডার-গাভাসকর ট্রফির দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে কোহলিকে। হয়তো তাই। হয়তো অন্য কোনও সমস্যা। ঘটনা হল বিরাট কোহলির ব্যাটে রান নেই।
অ্যাডিলেড চিরকালই দেখেছে কোহলির দৌরাত্ম্য। তাঁর ব্যাট লিখে গিয়েছে রূপকথা। রেকর্ড বই বলছে, এই অ্যাডিলেডে চার ইনিংসে ২৪৪ রান করেছেন বিরাট। তার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। পয়মন্ত মাঠে তাই শূন্য রানে ফেরাটা কোহলির কাছে লজ্জারই। তার থেকেও বড় বিষয় হল, গোটা ক্রিকেটবিশ্বের সামনে প্রকট হয়ে গেল, তিনি ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। তাঁর গড় এখন নেমে হয়েছে ৪৯। আগে সেই গড় ছিল ৫৭। এখন তা পড়তির দিকে। কোথায় আগের সেই ছন্দ? নিজেই কি দেওয়াললিখন পড়ে ফেলেছেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে অবাক করে দিয়েছিলেন কোহলি। ইংল্যান্ড সফরের ঠিক আগে আচম্বিতেই তিনি টেস্ট ফরম্যাট থেকে ছুটি নিয়ে নিয়েছিলেন। হাতে রয়েছে কেবল পেনসিল।ওয়ানডে ফরম্যাট। সেখানেও কোহলির সঙ্গী ব্যর্থতা। ছন্দ নেই। ব্যাটে রানের খরা। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচকরা নখ-দাঁত বের করে বসে রয়েছেন। অনিশ্চয়তার মুখে কোহলির ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে কিছুটা হলেও বাঁচাতে পারত তাঁদের ব্যাট। রোহিত লড়ে যাচ্ছেন। কিন্তু কোহলি রান না পেয়ে নিজেকেই বিপন্ন করলেন। স্যর ডনের দেশেই কি শেষ ম্যাচ খেলে ফেলবেন কোহলি? নাকি কেরিয়ার আরও প্রলম্বিত করার আরও একটা সুযোগ পাবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাট? কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন বিরাট প্রশ্ন। আর এই সুযোগটা করে দিলেন মিস্টার বিরাট কোহলি নিজেই।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন এই ক্রিকেটার, অশ্বিনের বদলে কাকে নেবে চেন্নাই জানুন
