আজকাল ওয়েবডেস্ক: মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। ১৮ নভেম্বর হায়দরাবাদে হবে ম্যাচ। নতুন কোচ মানোলোর কোচিংয়ে তিনটি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। জয় আসেনি একটি ম্যাচেও।
গত মাসেই ভারতীয় ফুটবল সংস্থা জানিয়েছিল, ম্যাচটি আয়োজিত হবে ১৯ নভেম্বর। তবে কোথায় হবে তা তখন জানা যায়নি। এবার জানা গেল ম্যাচটি একদিন এগিয়ে হবে ১৮ নভেম্বর। সঙ্গে কোথায় হবে তাও জানিয়েছে এআইএফএফ। বুধবার এআইএফএফ জানিয়েছে, ‘১৮ নভেম্বর হায়দরাবাদের গাচ্চিবাউলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও মালয়েশিয়া।’
প্রসঙ্গত, চলতি বছরের ১১–১৯ নভেম্বর শেষ হবে ফিফা ফ্রেন্ডলি উইন্ডো। আর এই ম্যাচের জন্য জাতীয় দলের ফুটবলারদের ছাড়তেই হবে ক্লাবগুলিকে। আইএসএল চলায় ক্লাবগুলির সঙ্গে ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের সংঘাত ফের অনিবার্য।
এর আগে গাচ্চিবাউলিতেই ভারত দুটি ম্যাচ খেলেছিল মানোলোর কোচিংয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপে। একটা ড্র ও একটা ছিল হার। আর ভিয়েতনামে গিয়ে ফ্রেন্ডলিতে ড্র করেছিল ভারত। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এটা হতে চলেছে মানোলোর চতুর্থ ম্যাচ। এই মুহূর্তে ভারতের ফিফা র্যাঙ্কিং ১২৫। আর মালয়েশিয়ার ১৩৩।
