আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শেষেই দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের দাবা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে ভারত। জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। তবে আয়োজক শহরের নাম এখনও ঠিক হয়নি, তবে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIDE জানিয়েছে, আয়োজক শহরের নাম ‘উপযুক্ত সময়ে’ ঘোষণা করা হবে। জানা গিয়েছে, এই বিশ্বমানের দাবা টুর্নামেন্টে মোট ২০৬ জন গ্র্যান্ডমাস্টার প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলা হবে পুরোপুরি নকআউট ফরম্যাটে।
এই প্রতিযোগিতা থেকে শীর্ষে থাকা তিনজন খেলোয়াড় সরাসরি যোগ্যতা অর্জন করবেন ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে। সেখান থেকে নির্ধারিত হয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী। ২০০২ সালে হায়দরাবাদে বিশ্বনাথন আনন্দের শিরোপা জয়ের ২৩ বছর পর এই প্রথম আবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে দাবা ওয়ার্ল্ড কাপ। ২০২১ সাল থেকে চালু হওয়া দাবা বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, প্রতিটি রাউন্ড চলবে তিন দিন। প্রথম দু’দিনে হবে ক্লাসিক্যাল ম্যাচ এবং টাইব্রেকার খেলাগুলি হবে তৃতীয় দিনে। শীর্ষে থাকা ৫০ জন সিডধারী প্রথম রাউন্ডে বাই পয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করবেন।
বাকি খেলোয়াড়দের (৫১ থেকে ২০৬) প্রথম রাউন্ডে খেলতে হবে ‘Top Half vs Reversed Lower Half’ নিয়মে। বিশ্বকাপে অংশগ্রহণ করবেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, ২০২৩ সালের রানার্স-আপ প্রজ্ঞানন্দ, এবং বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় অর্জুন এরিগাইসি। অংশ নেবেন গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন-ও। ফিডের সিইও এমিল সুটোভস্কি বলেন, ‘ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে আমরা রোমাঞ্চিত। ভারতের দাবার প্রতি প্রেম ও সমর্থন বিশ্বব্যাপী পরিচিত। ভারতীয় দর্শকদের উৎসাহ দারুণ এবং আমরা আশা করি, মাঠ ও অনলাইনে প্রচুর আগ্রহ দেখা যাবে’।
২০২২ সালের চেস অলিম্পিয়াড, টাটা স্টিল চেস ইন্ডিয়া, ২০২৪ সালের বিশ্ব জুনিয়র (U20) চ্যাম্পিয়নশিপ এবং ফিডে উইমেন্স গ্র্যান্ড প্রিক্সের পঞ্চম পর্ব সহ একাধিক বড় আন্তর্জাতির ইভেন্ট আয়োজন করেছে ভারত। তাছাড়া সম্প্রতি, একাধিক বিশ্বমানের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় দাবাড়ুরা। এই সমস্ত আন্তর্জাতিক ইভেন্টের সফল আয়োজক ভারতই বর্তমানে বিশ্বের অন্যতম দাবা শক্তিতে পরিণত হয়েছে এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। ২০২৫ সালের ফিডে ওয়ার্ল্ড কাপ নিঃসন্দেহে ভারতের দাবা ইতিহাসে একটি বড় মাইলস্টোন। বিশ্বমঞ্চে দাবা-প্রেমীদের জন্য এটি হতে চলেছে এক অনবদ্য আয়োজন।
