আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাদের  টি-টোয়েন্টি বিশ্বজয়ের বর্ষপূর্তি হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টিম ইন্ডিয়া বিশ্বজয় করেছিল। 

সেই বিশ্বজয়ের বর্ষপূর্তিতে ভারতীয় ক্রিকেটাররা উদযাপন করলেন। অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরা মেতে ওঠেন সেলিব্রেশনে। ভারতীয় দলের সদস্যরা এখন বিলেতে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত। এখনকার ক্যাপ্টেন শুভমান গিল ছিলেন না টি-টোয়েন্টির বিশ্বজয়ী সেই দলে। 

ভারতীয় ক্রিকেটারদের উদযাপনের সময়ে রবীন্দ্র জাদেজাকে ট্রোল করে বসেন পন্থ। ভারতের তারকা উইকেট কিপার বলেন, ''হ্যাপি রিটায়ারমেন্ট টু জাড্ডু ভাইয়া। এক বছর হয়ে গেল।'' পন্থকে জবাব দেন জাদেজা। বলেন, ''কেবল একটা ফরম্যাট থেকেই অবসর নিয়েছি।'' 

টি-টোয়েন্টির বিশ্বজয়ের অব্যবহিত পরেই বিরাট কোহলি অবসর নেন। রোহিত শর্মাও প্রায় সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ান। পরের দিন অবসর গ্রহণ করেন রবীন্দ্র জাদেজাও। 

দেখতে দেখতে কেটে গেল একটা বছর। মনে হয় এই তো সেদিন ভারতের মাথায় উঠল তাজ।