আজকাল ওয়েবডেস্ক:‌ হকিতে এবার সোনা জিতবে ভারত। বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন পাক হকি তারকা হাসান সরদার। শেষবার ভারত অলিম্পিকে সোনা পেয়েছিল সেই ১৯৮০ সালে। তারপর শুধুই হতাশা। গত বার টোকিওয় এসেছিল ব্রোঞ্জ। এবারও সেমিফাইনালে চলে গেছে ভারত। সামনে জার্মানি।



হাসান বলেছেন, ‘‌ক্রিকেট কিংবা হকিতে পাকিস্তান না খেললে আমি সবসময় ভারতকে সমর্থন করি। এবারের দলটা খুব ভাল। অন্যতম সেরা বলতে পারেন। প্রচুর উন্নতি করেছে।’‌



এরপরই তিনি বলেছেন, ‘‌এই দলের সোনা জেতার ক্ষমতা রয়েছে।’‌ প্রসঙ্গত, এই সেন্টার ফরোয়ার্ডের ক্যারিশমাতেই ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পাকিস্তান হকিতে সোনা জিতেছিল। সেই সরদারের কথায়, ‘‌অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা দেখে চমকে গিয়েছিলাম। আর টুর্নামেন্টের এই সময়ে এসে মানসিকভাবে নিজেকে সুস্থ রাখাটাই আসল।’‌ তাঁর কথায়, ‘‌ব্রিটেনের বিরুদ্ধে ভারত ১০ জনে খেলেছিল। এক জন লাল কার্ড দেখায়। এটা সত্যিই কঠিন। সেই কাজটাই ভারত সফলভাবে করে দেখিয়েছে। এখন শুধু ভারত নিজেদের স্বাভাবিক খেলাটা খেলুক। তাহলেই হবে কিস্তিমাত।’‌ তবে ভারতকে কিছুটা সাবধানও করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‌জার্মানি কঠিন প্রতিপক্ষ। খুব ভাল কামব্যাক করতে পারে। শারীরিকভাবে খুব শক্তিশালী। ছোট ছোট পাসে ভারতকে খেলতে হবে। কাউন্টার অ্যাটাকে যেতে দেওয়া যাবে না জার্মানিকে। পেনাল্টি কর্নার থেকে গোল করতে হবে। দল হিসেবে খেলুক ভারত।’‌ ভারতীয় গোলকিপার শ্রীজেশকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।