আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজের প্রথম টি–২০ তে এসেছে বড় ব্যবধানে জয়। জয়ের নায়ক ছিলেন অভিষেক শর্মা। পার্শ্বচরিত্রে ছিলেন রিঙ্কু সিং। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি–২০ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 


আত্মবিশ্বাস নিয়ে নামছে ভারত। তবে চিন্তা প্রথম ম্যাচের খারাপ ফিল্ডিং ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। রায়পুরে বাধ্য হয়ে ভারতের প্রথম একাদশে জোড়া বদল করতে হতে পারে গম্ভীরকে। 


এটা ঘটনা, নাগপুরে ভারত জিতলেও ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে। নাগপুরে সহজ ক্যাচ মিস করেছেন রিঙ্কু সিং ও ঈশান কিষান। চিন্তা রয়েছে সূর্যের ফর্ম নিয়েও। নাগপুরে ২২ বলে ৩২ রান করলেও পুরনো সূর্যকে দেখা যায়নি। সূর্য অবশ্য নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। বার বার বলছেন, নেটে ভাল ব্যাট করছেন। বিশ্বকাপের আগে এই সিরিজেই রানে ফেরার শেষ সুযোগ পাবেন সূর্য।


চিন্তা রয়েছে সঞ্জু স্যামসন ও ঈশান কিষানের ফর্ম নিয়েও। সঞ্জু নিজের পছন্দের জায়গা ওপেনিংয়ে খেলেছেন। কিন্তু তার পরেও নাগপুরে রান পাননি। ঈশান দু’বছর পর প্রত্যাবর্তন করেও ব্যর্থ। এই দুই কিপারের মধ্যে এক জন বিশ্বকাপে খেলবেন। ফলে তাঁদের রানে ফেরা জরুরি।


তবে দু’জনের ফর্ম স্বস্তি দেবে গম্ভীরকে। অভিষেক শর্মা ও রিঙ্কু সিং। অভিষেক নাগপুরে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি। রিঙ্কু প্রত্যাবর্তনের পর ছন্দে খেলেছেন। ফিনিশারের ভূমিকা পালন করেছেন। 


এটা ঘটনা, সাধারণত জয়ী দলে বদল হয় না। কিন্তু নাগপুরে জয়ের পরেও রায়পুরে বদল হতে পারে ভারতীয় দলে। অক্ষর প্যাটেল বল করার সময় চোট পেয়েছিলেন। আর খেলতে পারেননি তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে আবার নামতে হবে ভারতকে। অক্ষর বিশ্বকাপের দলে রয়েছেন। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারে ভারতীয় দল।


যদি রায়পুরে অক্ষর খেলতে না পারেন তাহলে কুলদীপ যাদব বা রবি বিশ্নোইয়ের মধ্যে একজনের খেলার সম্ভাবনা রয়েছে। কুলদীপ বিশ্বকাপের দলে রয়েছেন। ফলে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু তাঁরা ব্যাট করতে পারেন না। ফলে যদি কুলদীপ বা বিশ্নোই খেলেন তাহলে আট নম্বরে এমন কাউকে গম্ভীরের দরকার যিনি ব্যাট করতে পারেন। সে ক্ষেত্রে হর্ষিত রানার দলে ঢোকার সম্ভাবনা বেশি। তেমনটা হলে বাইরে বসতে হবে অর্শদীপ সিংকে।


ভারতের সম্ভাব্য একাদশ:‌ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা।