আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর ফেব্রুয়ারিতে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত–পাকিস্তান থাকছে একই গ্রুপে। আর মেগা ম্যাচ হতে চলেছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। যেহেতু হাইব্রিড মডেল অনুসরণ করা হবে তাই পাকিস্তান আসবে না ভারতে খেলতে।
মঙ্গলবারই মুম্বইয়ে সূচি প্রকাশ হওয়ার কথা। তার আগে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারত থাকছে সহজ গ্রুপে। বাকি দল হল পাকিস্তান, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে। ওটাই হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে ভারত খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর ১৫ ফেব্রুয়ারি ভারত–পাক মহারণ। গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
জানা যাচ্ছে, গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি দলের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখানেও দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।
ভারত সেমিফাইনালে উঠলে খেলা হবে মুম্বইয়ে। আর একটি সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা কলম্বো কিংবা কলকাতায়। যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সুপার এইট থেকেই বিদায় নেয় তাহলে একটি সেমিফাইনাল পেতে পারে ইডেন।
সুপার এইটে ভারতের তিনটি ম্যাচ হতে পারে আমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। আর ফাইনাল হবে আমেদাবাদে। যদি পাকিস্তান কোনওভাবে ফাইনালে উঠে যায় তাহলে ফাইনাল চলে যাবে কলম্বোয়।
আয়োজক ভারত, শ্রীলঙ্কা ছাড়াও টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবোয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি।
