আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে খেলা বন্ধ নতুন নয়। কিন্তু এবার বিশ্বকাপে বাঁধ সাধল কুয়াশা। ধর্মশালায় কুয়াশার জন্য বন্ধ হয়ে গেল ম্যাচ। দৃশ্যমানতার অভাবে খেলা বন্ধ করে দেওয়া হয়। আচমকা কুয়াশায় ঢেকে যায় মাঠ। তারপরও কোনওক্রমে এক ওভার খেলা হয়। কিন্তু কুয়াশার মধ্যে ফার্গুসনের মতো জোরে বোলারদের খেলা সম্ভব নয়। দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই সময় ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১০০। ক্রিজে ছিলেন বিরাট কোহলি (৭), শ্রেয়স আইয়ার (২১)। তবে বেশিক্ষণ খেলা বন্ধ থাকেনি। খুব বেশি বলে মিনিট পাঁচেক হবে। তারপর কুয়াশা কেটে যাওয়ায় শুরু হয় ম্যাচ। ২৭৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন রোহিত শর্মা, শুভমন গিল। স্বমহিমায় শুরু করেন ভারত অধিনায়ক। প্রথম থেকেই একের পর এক ছক্কা হাঁকাতে শুরু করেন। দারুণ খেলছিলেন। কিন্তু ফার্গুসনের অফস্যাম্পের বাইরের বল টেনে নিজের উইকেটে মারেন রোহিত। ৪০ বলে ৪৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ৪টি ছয় এবং চার। উল্টো প্রান্তে ভাল ব্যাট করছিলেন গিল। ৩১ বলে ২৬ রান করেন তিনি। ৭৬ রানে ২ উইকেট হারায় ভারত।
