আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকঘন্টা পরই শুরু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি রোহিতরা। গত কয়েক মাসে হতাশাজনক পারফরম্যান্সের পর কিছুটা চাপ রয়েছে গৌতম গম্ভীরের ওপর। যদিও সদ্য ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ জিতেছে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার অ্যাসিড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ জনের দলে পাঁচজন স্পিনারকে রাখা নিয়ে চর্চা চলছে। ফর্মে থাকা যশস্বী জয়েসওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। শুভমন গিলকে রোহিতের ডেপুটি করা নিয়েও প্রশ্ন ওঠে। তবে নিজের ফর্ম দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন তরুণ ওপেনার। 

বেশ কিছু প্রশ্নের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হবে ভারতের। কেমন হবে দল? তেমন চমক থাকার সম্ভাবনা নেই। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন। তিনে নামবেন বিরাট কোহলি। খারাপ ফর্মের জন্য বেশ কয়েক মাস সমালোচনার তীর ধেয়ে আসে দুই তারকার দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে‌ রানে ফেরেন রোহিত। শতরান পান। তৃতীয় ম্যাচে আবার ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিকতার খোঁজে নামবেন ভারত অধিনায়ক। ছন্দে থাকা শ্রেয়াস আইয়ার চারে ব্যাট করবেন। উইকেটের পেছনে থাকবেন কেএল রাহুল। বাংলাদেশ ম্যাচে তিনিই খেলবেন। তবে রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন থাকছে। পরিস্থিতি অনুযায়ী সেটা বদল হতে পারে। তাঁর আগে নামানো হতে পারে অক্ষর প্যাটেলকে। অলরাউন্ডারদের মধ্যে খেলবেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। আসল প্রশ্ন হল, তিনজন স্পিনার নিয়ে খেলবে কিনা ভারত। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচে দুই পেসার এবং তিন স্পিনার খেলানো হবে। তৃতীয় স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ যাদব। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরবেন চায়নাম্যান। দুই পেসার মহম্মদ সামি এবং অর্শদীপ সিং। অপেক্ষা করতে হবে হর্ষিত রানাকে।