আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব থাকবে, মনে করছেন মার্নাস লাবুশেন। তবে সেই কারণে টিম ইন্ডিয়াকে কোনও মতেই হালকাভাবে নেবে না অস্ট্রেলিয়া, স্পষ্ট জানিয়ে দিলেন। মঙ্গলবার পারথে প্র্যাকটিসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাবুশেন বলেন, 'এইভাবে যাচাই করা কঠিন। সম্পূর্ণ ভিন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে ওরা খেলেছে। স্পিনিং ট্র্যাকে খেলেছে। তবে ঘরের মাঠে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে আসা এর আগে কোনওদিন হয়নি। অন্তত আমি দেখিনি। আমার মনে হয়, এর ফলে ওদের আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ হার ওদের মনোবলে কিছুটা হলেও আঘাত করবে।'
ভারতীয় দল শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলেও, অস্ট্রেলিয়া শিবিরে কোনওরকম আত্মতুষ্টি প্রবেশ করতে দেওয়া যাবে না, জানালেন লাবুশেন। কারণ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভারতের কাছে শেষ চারটে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে লাবুশেন বলেন, 'ভারতীয় দলে কোয়ালিটি আছে। বিশ্বের অন্যতম সেরা দল। সুতরাং, এমন একটা দলকে কখনই হালকাভাবে নেওয়া যাবে না।' ২০২০-২১ মরশুমে দারুণভাবে প্রত্যাবর্তন করে ভারত। বিরাট কোহলি সহ দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে ছাড়াই ২-১ এ সিরিজ জেতে। সেই প্রসঙ্গ তুলে লাবুশেন বলেন, '২০২১ সালের কথা মনে আছে। নটরাজন, সিরাজ, ওয়াশিংটন সুন্দররা খেলেছিল। এছাড়াও একাধিক নতুন উঠতি প্লেয়ার ছিল। শুভমন গিল খেলেছিল। দলে বেশ কয়েকজন নতুন মুখ ছিল।'
প্রথম টেস্টে রোহিত শর্মা এবং শুভমন গিলকে পাওয়া যাবে না। তবে দুই তারকার অনুপস্থিতিতে বিশেষ সমস্যায় পড়বে না ভারত, এমনই ধারণা অজি তারকার। লাবুশেন বলেন, 'ওরা কোয়ালিটি দল। বেশ কয়েক বছর ধরে ওরা সেটা প্রমাণ করেছে। ভারতীয় ক্রিকেটের গভীরতা মাপা অসম্ভব। কেউ ভারতের হয়ে খেলার সুযোগ পেলে, সেই জায়গা ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হয়। ভারতীয় দলে খেলার সুযোগ পেতে খুবই ভাল প্লেয়ার হতে হবে।' এবার হারলে ঘরের মাঠে টানা তিনবার সিরিজ হারবে অজিরা। সেটা রোখার আপ্রাণ চেষ্টা করবেন লাবুশেনরা।
