আজকাল ওয়েবডেস্ক: তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ। গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানোর পুরস্কার হিসাবে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আইপিএলের দল ছাড়লেও কেকেআরকে ছাড়তে পারেননি তিনি। বুধবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে গম্ভীরের সঙ্গে কেকেআরের যোগ দেখা গেল।
এশিয়া কাপ শুরুর আগে ভারতের অনুশীলনে ঢোকার সময় গম্ভীরের হাতে একটি কালো রঙের ব্যাগ দেখা যায়। তাতে কেকেআরের লোগো লাগানো ছিল। বোঝা যাচ্ছে, কেকেআরে থাকাকালীন এই ব্যাগ ব্যবহার করতেন তিনি। কেকেআর ছাড়ার পরেও সেটাই তিনি ব্যবহার করছেন।
কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও এই ব্যাগই দেখা গিয়েছিল গম্ভীরের হাতে। ভারতের কোচ হিসাবে সেই প্রতিযোগিতায় প্রথম আইসিসি ট্রফি জিতেছিলেন গম্ভীর। তবে কি কেকেআরের ব্যাগকে ‘পয়া’ মনে করেন গম্ভীর? সেই কারণেই সেই ব্যাগ ছাড়েন না তিনি?
এটা ঘটনা, ক্রিকেটারদের বিভিন্ন রকমের সংস্কার থাকে। কেউ নির্দিষ্ট কোনও পায়ে আগে প্যাড পরেন, কেউ প্রথম দস্তানাটা পরেন নির্দিষ্ট একটি হাতে। আবার মাঠে নামার সময় কোন পা আগে ফেলবেন সেটা নিয়েও সংস্কার থাকে ক্রিকেটারদের। তেমনই কি কোনও সংস্কার রয়েছে গম্ভীরের? তাই কেকেআরের ব্যাগ ছাড়েন না তিনি? সব সময় সঙ্গে রাখেন।
প্রসঙ্গত, এশিয়া কাপের আগে অবশ্য ফুরফুরে মেজাজে রয়েছেন গম্ভীর। ভারতের অনুশীলনের আগে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের সই বিলোতেও দেখা যায় তাঁকে। কয়েক মাস পর দেশের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। গম্ভীর জানেন, পর পর দু’বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাঁর। সেই কারণেই এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছেন তিনি। ভারতীয় দলে থাকা বেশ কয়েক জন ক্রিকেটারের এটাই প্রথম বড় প্রতিযোগিতা। তাঁরাও এই প্রতিযোগিতায় ভাল খেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। এখন দেখার, কেকেআরের ব্যাগ গম্ভীরকে সাফল্য এনে দিতে পারে কি না।
তবে এটা ঘটনা, এশিয়া কাপের দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই ভারতের ম্যাচ। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে জোরকদমে চলছে সূর্যকুমার–গিলদের অনুশীলন। আর সেখানে গম্ভীর যখন ঢুকছেন, তখন অনেকেরই চোখে পড়েছে তাঁর ব্যাগ। ভারতীয় দলের হেড কোচের পিঠে একটি ব্যাগ। আর হাতে আরেকটি ব্যাগ। সেই ব্যাগটি কেকেআরের। বেগুনি রংয়ের সেই ব্যাগে পরিষ্কার দেখা যাচ্ছে নাইটদের লোগো। অনেকে এটাও লক্ষ্য করেছেন, নাইটদের লোগোর নিচে রয়েছে ‘গৌতম’–এর নাম।
এটা ঘটনা, সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ। কবে ফিরবেন মাঠে? এটা ঘটনা ইংল্যান্ড সিরিজে পায়ের পাতা ভেঙে যাওয়া সত্ত্বেও তাঁর অসমসাহসী লড়াই মন জিতেছিল ক্রিকেটপ্রেমীদের। এবার প্রত্যাশার থেকেও কম সময়ের মধ্যে রিহ্যাব সেরে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার। তারপর তাঁকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে।
অ্যান্ডারসন–তেণ্ডুলকার ট্রফি চলাকালীন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে চোট পেয়েছিলেন পন্থ। তাঁর পায়ের পাতা ভাঙে। তবে তখনই জানা গিয়েছিল, অন্তত ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে পন্থ। তবে তাঁর পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন নেই, রিহ্যাব করলেই সুস্থ হয়ে উঠবেন। পন্থ চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনি খেলতে পারবেন না। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজেও পন্থকে পাবে না ভারতীয় দল।
