আজকাল ওয়েবডেস্ক: ভারতকে ৩–০ ব্যবধানে হারালেও রোহিতদের প্রশংসা শোনা গেল নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের গলায়। কিউয়ি অধিনায়কের আশা, ভারতীয় দল দ্রুত ঘুরে দাঁড়াবে। ভারতে এসে এই প্রথম কোনও দল ৩–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ফিরেছে। তবুও ল্যাথাম বলছেন, ‘ভারতীয় দল বরাবরই স্পেশাল। ওদের বিরুদ্ধ অনেক খেলেছি। আমাদের দলের অনেকেই আইপিএল খেলে। তাই ভারতীয় দলকে হারানোটা কৃতিত্বের মনে করি। পাশাপাশি এটাও বলব, রোহিতরা দ্রুত ঘুরে দাঁড়াবে।’
নিউজিল্যান্ড দল ইতিমধ্যেই দেশে ফিরে গেছে। তারপরেই এই কথা বলেছেন ল্যাথাম। তাঁর কথায়, ‘একটা দল রাতারাতি খারাপ হয়ে যায় না। আমার বিশ্বাস ভারতীয়রা দ্রুত ফিরে আসবে।’
শ্রীলঙ্কার মাটিতে ০–২ হারের পর ভারতে এসেছিল নিউজিল্যান্ড। সেখানে এসে ৩–০ সিরিজ জয়। ল্যাথামের কথায়, ‘শ্রীলঙ্কায় আমাদের সময়টা একেবারেই ভাল যায়নি। তারপর ভারতে এসে এভাবে সিরিজ নয় সত্যি ভাবা যায় না। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। দলের প্রত্যেকে সেরাটা দিয়েছে। ভারতে এসে কয়েকদিন অনুশীলনের সময় পেয়েছিলাম। এটা কাজে লেগেছে।’
এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড। যে ইংল্যান্ড পাকিস্তানে সিরিজ হেরে খেলতে আসছে। ল্যাথামের কথায়, ‘একটা উত্তেজক সিরিজ হবে। এর আগে ইংরেজদের বিরুদ্ধে সিরিজগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবারও তার অন্যথা হবে না। তাছাড়া এই ইংল্যান্ড দল আক্রমণাত্মক ক্রিকেট খেলে। একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে।’
