আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে ভারতীয় দলের কম্বিনেশন কি হবে, সেই নিয়ে চর্চা চলছে। একটি নির্দিষ্ট জায়গা নিয়েই আলোচনা চলছে। অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুর না নীতিশ কুমার রেড্ডিকে খেলানো হবে, সেই নিয়ে নানা মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ভারতের প্রাক্তন কোচ ভরত অরুণ জানান, বর্তমান বোলিং ফর্মের ভিত্তিতে বেছে নেওয়া উচিত। ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্টে রেড্ডি একটি অর্ধশতরানের পাশাপাশি জোড়া উইকেট তুলে নেয়। শার্দূলও দুটো উইকেট নেয়। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ রান ৩৪। 

এই প্রথম ইংল্যান্ড সফরে‌ গিয়েছেন রেড্ডি। সেখানে চারটে টেস্ট খেলে ফেলেছে শার্দূল। ২০২১ সালে ওভালে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছিল ভারতীয় দল। ভরত অরুণ বলেন, 'আমার মনে হয় শার্দূল টানা দুটো, তিনটে অর্ধশতরান করেছিল। গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেয়। আমার মতে, বর্তমান ফর্মের বিচারে বেছে নিতে হবে।' পাঁচটি টেস্টে পাওয়া যাবে না বুমরাকে। সেক্ষেত্রে যে অলরাউন্ডারই খেলুক না কেন, তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। তাই খুব সতর্কতার সঙ্গে দল বেছে নিতে হবে। এই প্রসঙ্গে ভরত অরুণ বলেন, 'আমরা চাইব বুমরা যত বেশি সম্ভব খেলুক। ও খেললে দল মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকে। ওর অনুপস্থিতিতে বাকিদের দায়িত্ব নিতে হবে। এখানেই চ্যালেঞ্জ।' বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপের কাছেও বড় চ্যালেঞ্জ। তবে সবটাই নির্ভর করবে, তরুণ ব্রিগেড কত তাড়াতাড়ি পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে তার ওপর।