আজকাল ওয়েবডেস্ক: কাফা নেশনস কাপে ভারতের সাফল্যের নটে গাছটি মুড়োল। বিদেশি কোচরা যা করতে পারেননি, খালিদ জামিল প্রথম সুযোগেই তাই করে দেখিয়েছিলেন।
জিততে ভুলে যাওয়া, হারের ভুলভুলাইয়ায় পথ হারানো এক দলকে নিয়ে খালিদ জামিল বিদেশের মাটিতে তৃতীয় স্থান দখল করেছিলেন। আটটি দেশের মধ্যে ভারত তৃতীয় হয়েছিল। ইরান, ওমান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়লেন ছাংতে, গুরপ্রীতরা। ফিফার ক্রম তালিকায় ১৩৩ নম্বরে থাকা এক দেশ হারিয়ে দিল ৭৯ নম্বরের এক দেশকে।
আরও পড়ুন: পাখির চোখ ২০২৬ বিশ্বকাপ, অ্যানচেলোত্তির ভাবনায় নেইমার, তবে দিলেন এক শর্ত
সেই খালিদ জামিল ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ১-১ গোলে ম্যাচ শেষ করেছিলেন এক বঙ্গসন্তানের জন্য। পিছিয়ে থাকা ভারতকে খেলার একেবারে শেষ লগ্নে রহিম আলি গোল করে বাঁচিয়েছিলেন। সেই ড্র ম্যাচের রেশ কাটতে না কাটতেই ভারত হেরে গেল। মারগাওতে অনুষ্ঠিত ফিরতি সাক্ষাতে সিঙ্গাপুরের কাছে ভারত হেরে গেল ২-১ গোলে। আর ম্যাচ হেরে যাওয়ায় ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার আশা শেষ হয়ে গেল ভারতের। এখানেই এবারের মতো শেষ সব।
ছাংতে ১৪ মিনিটে এগিয়ে দিয়েছিলেন ভারতকে। কিন্তু ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারল কোথায় খালিদের ছেলেরা! ৪৪ মিনিটে সং উই ইয়ং সমতা ফেরান সিঙ্গাপুরের হয়ে। ৫৮ মিনিটে সেই সংয়ের গোলেই সিঙ্গাপুরের জন্য শেষ হাসি তোলা ছিল। ভারত অবশ্য হতাশায় ডুবে যেতে পারে কারণ গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি সুনীল ছেত্রীরা।
পিছিয়ে থাকা খালিদ জামিল সমতা ফেরানোর জন্য আস্তিনের শেষ তাস ফেলে দিয়েছিলেন। লিস্টন কোলাসো ও সুনীল ছেত্রীর পরিবর্তে নামিয়েছিলেন রহিম আলি ও উদান্ত সিংকে। সিঙ্গাপুরের সঙ্গে আগের সাক্ষাতে এই রহিম আলি খালিদের হাসি টিকিয়ে রেখেছিলেন। এদিনও ৯০ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্দেজ সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন। এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে কেবল চ্যাম্পিয়ন দলই মূলপর্বে পৌঁছবে। এই মুহূর্তে হংকং ও সিঙ্গাপুর পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। দুই দলের পয়েন্ট আট।
আরও পড়ুন: এই তারকাকে বল করতে না দেখে বিস্মিত আকাশ চোপড়া, সিরিজ জিতলেও গিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন...
