সংক্ষিপ্ত স্কোর-ভারত (২০ ওভার) ১৭২/৩ (শেফালি ৪৩, স্মৃতি ৫০, হরমনপ্রীত ৫২*) 
শ্রীলঙ্কা (১৯.৫ ওভার) (দিলহারি ২১, অনুষ্কা ২০, অরুন্ধতী ৩-১৯, আশা ৩-১৯)
৮২ রানে জয়ী ভারত

আজকাল ওয়েবডেস্ক:
শুধু জিতলে চলবে না। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে উন্নতি করতে হবে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে এমনটাই ছিল হরমনপ্রীতদের সমীকরণ। 

বুধবার ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল। সেই সঙ্গে নেট রান রেটেও উন্নতি ঘটাল। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলাদের পয়েন্ট এখন সমান। তবে অজিরা একটা ম্যাচ কম খেলেছে। আর রান রেট ভারতের থেকে ভাল অস্ট্রেলিয়ার। 

এদিন ভারতের মহিলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৭২।  জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে শেষ হয়ে যায় ৯০ রানে। ভারতের মহিলা দল ৮২ রানে ম্যাচ জিতে ভাল ভাবে টিকে রইল টুর্নামেন্টে। 

ভারতের তিন ব্যাটার-শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীতের দাপটে ভারত ১৭২ রান তুলতে সক্ষম হয়। শেফালি (৪৩), স্মৃতি (৫০) ও হরমনপ্রীত (৫২*) শ্রীলঙ্কার বোলারদের শাসন করেন। 

ভারতের রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার মহিলা দলের ব্যাটাররা এলেন আর গেলেন। ইনিংসের একেবারে শুরু থেকেই উইকেট হারাল শ্রীলঙ্কা। মাত্র তিন জন শ্রীলঙ্কান ব্যাটার দু' অঙ্কের রান করেন। বাকিরা ব্যর্থ হন। ভারতীয় বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি ৩টি, আশা শোভানা ৩টি করে উইকেট নেন। রেণুকা সিং ২টি এবং শ্রেয়াঙ্কা পাটিল ও দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন।