আজকাল ওয়েবডেস্ক: এসিসি মেন্স টি-টোয়েন্টি এমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত এ দল। এদিন তারা ওমানকে হারিয়েছে। ফলে শেষ চারে ভারতের সামনে আফগানিস্তান।
টস জিতে ওমান প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ওমান পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান করে। ওমানের ইনিংসে মহম্মদ নাদিম সর্বোচ্চ ৪১ রান।হাম্মাদ মির্জা ২৮ রানে অপরাজিত থেকে যান।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। ভারতের ওপেনার অনুজ রাওয়াত মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৫ বলে ৩৪ রান করেন। অধিনায়ক তিলক ভার্মা ৩৬ রানে অপরাজিত থেকে যান। বাদোনি ৫১ রানের ইনিংস খেলেন মাত্র ২৭ বলে। ৬ উইকেটে ম্যাচ জিতে শেষ চারে শুক্রবার ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে।
এশিয়া কাপে ভারত এ দলের অশ্বমেধের ঘোড়া দৌড়চ্ছে। পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। এরপরে আরব আমিরশাহিকে মাটি ধরায় ভারত। এবার ওমানকে হারিয়ে ভারত হ্যাটট্রিক করে।
