আজকাল ওয়েবডেস্ক: শনিবার হায়দরাবাদে যাঁরা খেলা দেখতে এসেছিলেন হয়তো ভাবতেও পারেননি একটা ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকে বাড়ি যাবেন। কেউ কি আদৌ ভাবতে পেরেছিলেন একই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক নজির গড়ে মাঠ ছাড়বে ভারতীয় দল? তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ করলেন সূর্যরা। আর এদিন শুধু মাঠেই নয় মানসিক ভাবেও বাংলাদেশকে পর্যদুস্ত করলেন ভারতীয় ব্যাটাররা।
প্রথমে ব্যাট করে এদিন ২০ ওভারে ২৯৭ রান তোলে ভারত। লড়াইটা একটা সময়ের পর আর বাংলাদেশের সঙ্গে হয়নি। হচ্ছিল রেকর্ড ভাঙার লড়াই। আদৌ কী ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টি টোয়েন্টিতে ৩০০ রান হবে? তবে এদিন টেস্ট খেলিয়ে দেশ হিসেবে কুড়ি ওভারের খেলায় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সূর্যরা। ২৯৭ রান তোলার কারিগর সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পাণ্ডেয়া সকলেই।
বিস্ফোরণের শুরুটা করেছিলেন সঞ্জুই। বলা হয়, তাঁকে বারবার সুযোগ দিলেও রান আসে না তাঁর ব্যাট থেকে। সেই কথাকে ধূলিসাৎ করে দিয়ে ১১১ রানের ইনিংস খেললেন তিনি। আর এক ওপেনার অভিষেক শর্মা রান পাননি। সঞ্জুর যোগ্য সঙ্গ দেন স্কাই। ঝোড়ো ৭৬ রান করেন তিনিও। এরপর থেকে যেই আসছিলেন তাঁদের খেলার ভঙ্গিমা দেখেই মনে হচ্ছিল বিস্ফোরণ ঘটাতেই নেমেছে ভারত।
শেষের দিকে মুস্তাফিজুরের একটি ওভার এবং শেষ ওভারে দুটি উইকেট না গেলে রানটা এদিন ৩০০ পেরত এটা বলাই বাহুল্য। বল করতে নেমে বাংলাদেশ কুড়ি ওভারে পৌছায় ১৬৪ রানে। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন ময়াঙ্ক যাদব। একটা শেষ চেষ্টা করেছিলেন লিটন দাস এবং তৌহিদ হৃদয়।
কিন্তু প্রায় ৩০০ তাড়া করার মত মানসিকতা বা ব্যাটিং কোনোটাই দেখা যায়নি বাংলাদেশের ইনিংসে। তিন উইকেট পান রবি বিষ্ণোই। ম্যাচের সেরা হন সঞ্জু স্যামসন। সিরিজের সেরা হার্দিক পাণ্ডেয়া।
