আজকাল ওয়েবডেস্ক: চার ম্যাচে দাপুটে জয়। প্রত্যেকটাই বড় ব্যবধানে। কিন্তু তাসত্ত্বেও টেবিলে শীর্ষস্থান দখল করা হল না ভারতের। অঙ্ক অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে জয়ে আবার একনম্বরে চলে যাওয়া উচিত ছিল রোহিতদের। কিন্তু সুযোগ হাতছাড়া হল। কারণ বিরাট কোহলির শতরানের অপেক্ষা। ৫১ বল বাকি থাকতে ম্যাচ যেতে ভারত। কিন্তু আরও অনেক আগেই জেতা উচিত ছিল। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে চার ম্যাচে ৮ পয়েন্ট এবং +১.৯২৩ রানরেট নিয়ে শীর্ষস্থানে ছিল নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ভারতের রানরেট ছিল +১.৮২১। বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে এগোচ্ছিল ভারত, অনায়াসেই একনম্বর স্থান দখল করা উচিত ছিল। কিন্তু বাজে শট খেলে আউট হন শ্রেয়স আইয়ার। শেষদিকে দ্রুত রান তুলে ম্যাচ শেষ করে দিতে পারতেন কেএল রাহুল। কিন্তু বিরাট কোহলির একশোর অপেক্ষায় অনেকগুলো বল নষ্ট হয়। দু'জনের কাছেই বেশ কিছু সিঙ্গেলস নেওয়ার সুযোগ থাকলেও নেয়নি। বড় শটও খেলেননি রাহুল। কোহলির শতরান পূর্ণ করতে ধীরে সুস্থ খেলার সিদ্ধান্ত নেয় দল। সেটা না করলে হয়তো নেট রানরেট আরও বাড়ত।
