আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ়‌ জিতে নিল সূর্যকুমার যাদবের ভারত। অস্ট্রেলিয়াকে ২০ রানে হারাল টিম ইন্ডিয়া। ব্যাটে রিঙ্কু সিং এবং বলে অক্ষর প্যাটেলের তিন উইকেটের দাপটে ম্যাচ চলে আসে ভারতের দখলে। গত কয়েক ম্যাচের তুলনায় এদিন রান কম হয়েছিল কিছুটা। তার কৃতিত্ব পিচের।


টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। স্লো পিচে আগে ব্যাট করে ৯ উইকেট
হারিয়ে ১৭৪ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম অভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে ১১ রান করেন যশস্বী। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের দৌলতে ভারত পৌঁছায় ১৭৪ রানে। তবে রিঙ্কু আউট না হলে আরও বেশি রান উঠত। জিতেশ শর্মা ছাড়া শেষের দিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। রান পাননি শ্রেয়স আইয়ারও।

তবে বোলারদের দাপটে ম্যাচ যায় ভারতের দিকেই। ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার ২টি, , রবি বিষ্ণোই এবং আবেশ খান ১টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে এদিন খেলেননি মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস, রিচার্ডসন এবং নাথান এলিস। অজিদের হয়ে ওপেনার ট্র্যাভিস হেড ৩১ এবং অধিনায়ক ওয়েড ৩৬ রান করেন। সিরিজের শেষ খেলা বেঙ্গালুরুতে।