আজকাল ওয়েবডেস্ক: রবিবার দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’।

গ্রুপ পর্বের অন্যতম হাই–ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই উদীয়মান শক্তিশালী যুব দল। জিতেশ শর্মার নেতৃত্বে ভারত ‘এ’ দলে রয়েছে তরুণ কিন্তু ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপ।

বেশিরভাগ ক্রিকেটারেরই আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএল থেকে উঠে আসা দুই তারকা প্রিয়াংশ আর্য ও মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট বিশ্বে ঝড় তোলা বৈভব সূর্যবংশী এই দলের প্রধান আকর্ষণ।

চলতি বছর রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে শতরান করে চমকে দেওয়া বৈভব চলতি এশিয়া কাপে আরও একবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

সংযুক্ত আরব  আমিরশাহির বিরুদ্ধে ৩২ বলে শতরান করেন তিনি। ৪২ বলে ১৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি চার ও ১৫টি ছয়।

ম্যাচের আগে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে প্রশিক্ষণ শিবিরও ভারতীয় দলকে আরও প্রস্তুত করেছে। অন্যদিকে, পাকিস্তান ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন ইরফান খান নিয়াজি।

দলে রয়েছেন সদাকত, মহম্মদ নইম, আরাফাত মিনহাসদের মতো প্রতিভাবান ব্যাটার, সঙ্গে আছে পেস ও স্পিন—দুই বিভাগেই গভীরতা।

এই ভারসাম্যপূর্ণ ১৫ সদস্যের স্কোয়াড ভারতীয়দের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।

উল্লেখ্য, ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ রাইজিং স্টার্স এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা নাগাদ। টুর্নামেন্টের সম্প্রচারের স্বত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে।

ফলে Sony Sports Ten 1 SD এবং Sony Sports Ten 1 HD চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ থাকছে Sony LIV অ্যাপ।

ভারত ‘এ’ দলে আছেন, প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (উপ–অধিনায়ক), সূর্যাংশ শেঢ়ে, জিতেশ শর্মা (অধিনায়ক ও উইকেটকিপার), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, ইয়াশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বৈশাখ, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল (উইকেটকিপার) ও সুয়াশ শর্মা। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন গুরনুর সিং বরার, কুমার কুশাগ্র, তনুশ কোটিয়ান, সমীর রিজভি ও শাইখ রাসিদ।

পাকিস্তান ‘এ’ দলে আছেন, ইরফান খান (অধিনায়ক), ইয়াসির খান, মহম্মদ নইম, মহম্মদ ফায়িক, মা’আজ সদাকত, গাজি ঘোরি, মহম্মদ শাহজাদ, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, মুবাসির খান, শহীদ আজিজ, সুফিয়ান মুকীম, উবেইদ শাহ, মহম্মদ সলমন ও আহমেদ দানিয়াল।