আজকাল ওয়েবডেস্ক: এসিসি মেন্স টি-টোয়েন্টি এমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচে ভারত এ দল ৭ রানে হারাল পাক এ দলকে। টস জিতে ভারত এ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ভারত এ দল তোলে ৮ উইকেটে ১৮৩ রান।
ওপেনার অভিষেক শর্মা ২২ বলে ৩৫ রান করেন। আরেক ওপেনার প্রভসিমরান সিং ১৯ বলে ৩৬ রান করেন। অধিনায়ক তিলক ভার্মা ৩৫ বলে চটজলদি ৪৪ রান করেন। নেহাল ওয়াধেরাও ২২ বলে ২৫ রান করে ফিরে যান। তার পরে রমনদীপ সিং (১৭) ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারেননি।
ভারতের রান তাড়া করতে নেমে পাকিস্তান এ দল ২০ ওভারে থেমে যায় সাত উইকেটে ১৭৬ রানে। পাক এ দলের ইনিংসে সর্বোচ্চ রান করেন আরাফাত মিনহাস (৪১)। ভারতীয় বোলারদের মধ্যে আনসুল কম্বোজ ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। রশিক সালাম ও নিশান্ত সাধু ২টি করে উইকেট নেন।
এদিকে ম্যাচে অভিষেক শর্মা ও মুকিম সুফিয়ানের মধ্যে লেগে যায়। উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ভারতের অভিষেক শর্মা ২২ বলে ৩৫ রান করেন। পাঁচটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি মারেন। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি অভিষেক। অফ সাইডে বড় শট খেলতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু ব্যাটের কাণায় লেগে কাসিম আক্রমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৬.১ ওভারে ভারত প্রথম উইকেট হারায়। অভিষেক শর্মাকে আউট করার পরে মুকিম মুখে হাত দিয়ে চুপ করে থাকতে বলেন তাঁকে। অভিষেক তেড়ে যান পাক স্পিনারের দিকে। দু'জনকে শান্ত করার জন্য এগিয়ে আসেন দুই ফিল্ড আম্পায়ার।
