আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্টের আগে ফের চোটের ধাক্কা ভারতীয় দলে। এমসিজিতে অনুশীলনের মাঝে হাঁটুতে বড়সড় চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা। রবিবার মেলবোর্নে অনুশীলনের সময় একটি থ্রোডাউন সেশনে তার বাঁ হাঁটুতে বল লাগে। প্যাডের ফাঁক দিয়ে বল ঢুকে যায় বলে জানা গিয়েছে। চোট পাওয়ার পর বরফের প্যাক লাগিয়ে হাঁটতে দেখা যায় রোহিতকে। পরে তিনি মেলবোর্নে নেট সেশন থেকে বেরিয়ে যান। আর মাত্র চারদিন বাকি বক্সিং ডে টেস্টের। বর্ডার-গাভাসকার ট্রফিতে সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে।
সিরিজের শেষ দুটি টেস্ট জিতে তৃতীয়বারের মত অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ভারত। ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুমে বিজিটি সিরিজ জিতে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই দুটি ঐতিহাসিক জয় অর্জন করেছে ভারতীয় দল। প্রথমটি বিরাট কোহলির নেতৃত্বে এবং দ্বিতীয়টি অজিঙ্ক রাহানের নেতৃত্বে। এবার সেই ধারা বজায় রাখার দায়িত্ব রয়েছে রোহিতের ওপর। কিন্তু তার আগেই চোটের কবলে পড়লেন তিনি। তবে এদিন অনুশীলনের পর আকাশ দীপ জানিয়ে গিয়েছেন, নেট সেশনের মধ্যে এরকম বল লেগে যায় কয়েকটা। অধিনায়কের চোট এমন কিছু গুরুতর নয়।
বক্সিং ডে টেস্টে খেলবেন রোহিত শর্মা। পরিসংখ্যান বলছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত এখনও পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি জিতেছে, আটটি হেরেছে এবং দুটি ড্র হয়েছে। প্রথমবার ভারত এই মাঠে খেলেছিল ১৯৪৮ সালের জানুয়ারি মাসে, ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লালা অমরনাথের নেতৃত্বে ভারত সেই ম্যাচে ২৩৩ রানে হেরেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মেলবোর্নে ভারতের পারফরম্যান্স বেশ ভাল। ২০১৪ সালের পর থেকে এমসিজিতে ভারত কোনও টেস্ট হারেনি। শেষ তিনটি ম্যাচে দুটি জিতেছে ভারত এবং ড্র হয়েছে একটি।
