আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এবছরও বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে নিজেদের স্কুল ক্যাম্পাসে দু'দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অর্জুনপুর ও রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোডিং স্কুল। প্রথম দিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় প্রাক্তন ফুটবলার এবং কোচ অলোক মুখোপাধ্যায়কে। স্কুলের প্রতিষ্ঠাতা মিনা শেঠি মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। গণেশ বন্দনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে হয় প্রদীপ প্রজ্জ্বলন। 

স্কুলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি। মীনা শেঠি মন্ডল এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কাজের প্রশংসা করেন। খেলাধুলোর উপকারিতার কথা জানান। স্বামী বিবেকানন্দের বাণী তুলে ধরেন। আলোক মুখার্জি বলেন, 'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো সমান গুরুত্বপূর্ণ। এটা একজন শিক্ষার্থীকে শারীরিকের পাশাপাশি মানসিকভাবে গড়ে উঠতেও সাহায্য করে। স্বামী বিবেকানন্দ এটা বলে গিয়েছিলেন। তাই সমস্ত অভিভাবকদের বলব, ছেলেমেয়েদের খেলাধুলোয় উৎসাহিত করতে।' 

স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, এমনকী শিক্ষক শিক্ষিকারাও নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠান রীতিমতো জমিয়ে তোলেন। সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনটি ছিল চমকপ্রদ। শিব বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিশুশিল্পী কায়রা শেঠি মন্ডল। এরপর একে একে সংগীত পরিবেশন করেন দীপান্বিতা আচার্য এবং কুণাল গাঞ্জাওয়ালা। কলকাতার শীতকে উপেক্ষা করে এই দু'দিন অভিভাবক এবং দর্শকদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতো।