আজকাল ওয়েবডেস্ক: গত সাত ম্যাচে টানা হার। জয়ে ফিরতে মঙ্গলবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচেই খেলেই লাল হলুদ বাহিনী রওনা দেবে ভুটানে। ২৬ অক্টোবর তাদের প্রথম ম্যাচ পারো এফসির বিরুদ্ধে। একে তো দল ফর্মে নেই, কর্তাদের মতে টানা হারতে হারতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ফুটবলাররা। গোদের ওপর বিষফোঁড়া হয়ে এবার লাল হলুদের সামনে নয়া বিপদ হয়ে দাঁড়াল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার ওড়িশার পুরী থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপের মধ্যে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ডানার।
ঘটনাচক্রে সেদিন সকালেই কলকাতা থেকে বিমান ধরার কথা রয়েছে ইস্টবেঙ্গলের। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ডানার প্রভাবে বুধবার থেকেই ক্রমশ খারাপ হতে শুরু করবে রাজ্যের আবহাওয়া। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে জানানো হয়, মঙ্গলবার ভুবনেশ্বরে ম্যাচ খেলে কলকাতায় ফিরবেন ক্লেটনরা। বুধবার এখানে থেকে বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সেরে ভুটানের বিমান ধরার কথা রয়েছে তাঁদের। কিন্তু বাধ সাধছে আবহাওয়া। কিন্তু ক্লাবের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে শুধুমাত্র ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের দিকেই মনোনিবেশ করা হচ্ছে।
ম্যাচের পরেই ভুটান যাওয়া নিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। দমদম বিমানবন্দরের তরফেও আজকাল ডট ইনকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিমান পরিষেবায় কোনও বদল ঘটানো হয়নি। কিন্তু পরবর্তীকালে আবহাওয়ার পরিস্থিতি বুঝে বদল ঘটানো যেতে পারে। একই আশঙ্কা দেখা দিয়েছে ইস্টবেঙ্গলের সমর্থকদের যাওয়া নিয়েও। ইস্টবেঙ্গল আল্ট্রাসের অনেক সদস্যরা তাঁদের দলের খেলা দেখতে ভুটান রওনা দিচ্ছেন বৃহস্পতিবার রাতে। রেলপথে হাসিমারা হয়ে ভুটান যাওয়ার কথা রয়েছে তাদের। সেখানেও রয়েছে ঝড়ের ফাঁড়া।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রেলের পরিষেবায় আমাদের কোনও বদল হচ্ছে না। পরিস্থিতি একেবারে আমাদের বিরুদ্ধে চলে গেলে তখন আমরা ভেবে দেখব। কিন্তু আপাতত কোনও বদল ঘটানো হচ্ছে না’। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবার গিয়ে পড়ল ময়দানে। ভুটান যাওয়া নিয়ে আদৌ লাল হলুদ বাহিনী কোনও বাধার মুখে পড়ে কিনা তা বলে দেবে সময়ই।
