আজকাল ওয়েবডেস্ক: শনিবার কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে উদ্বোধন আইপিএলের ১৮তম সংস্করণের। প্রথম ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। হাইভোল্টেজ ম্যাচের টিকিট ইতিমধ্যেই শেষ। তার চেয়েও বড় কথা, বেশ কয়েক বছর পর আইপিএলের জমকালো উদ্বোধনের সাক্ষী থাকতে চলেছে ইডেন।
উপস্থিত থাকতে পারেন শাহরুখ খান, জয় শাহ সহ বিনোদন জগতের একাধিক সুপারস্টারও। কিন্তু তার আগে এবার কপালে বড়সড় চিন্তার ভাঁজ। কারণটা আর কিছু নয়, শনিবার কলকাতার আবহাওয়া। এখনও পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ইডেনের ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনও সন্দেহ নেই। বৃষ্টি থামলে আধঘণ্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া যাবে।
কিন্তু সরকারি ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সহ হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি নিয়ে চাপ তো একটা থাকছেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তীব্র গরম থেকে রক্ষা পেলেও সপ্তাহান্তে ইডেনে খেলা চলাকালীন ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে আগাম ব্যবস্থা করে রাখা হতে পারে সিএবির তরফে। কেকেআর ম্যানেজমেন্টের তরফেও আশা করা হচ্ছে, হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচে ফুল হাউস থাকবে ইডেন।
