আজকাল ওয়েবডেস্ক: মাঘের শুরুতেই ফিরল শীত। বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করেছে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে শনিবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহেও শীত ভালই অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কিন্তু এই শীতের স্থায়িত্ব হবে খুব কম।
তবে আগামী এক সপ্তাহ উত্তর কিংবা দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ১২–১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশা থাকবে। কোথাও কোথাও ভোরের দিকে দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ার সম্ভাবনা।
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু জেলায়।
