আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার হয়েছে তিলক বর্মার। টি–২০ বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি–২০ ম্যাচে খেলতে পারবেন না তিলক। সিরিজ শুরু হওয়ার কথা ২১ জানুয়ারি থেকে। আর টি–২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে।
বোর্ড যদিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘তিলক স্থিতিশীল রয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে। পুরো সুস্থ হলে ক্রিকেটে ফিরবে।’
তবে প্রশ্ন হল তিলক বর্মা না পারলে বিশ্বকাপে তাঁর জায়গায় কে ঢুকবেন? অনেকেই বলছেন জোরালো দাবিদার শুভমান গিল। আবার অনেকে যশস্বী জয়সোয়ালের কথা বলছেন। কিন্তু আকাশ চোপড়া বলছেন, যোগ্যতম ব্যক্তি শ্রেয়স আইয়ার।
এক্স হ্যান্ডলে দেশের প্রাক্তন ওপেনার বলেছেন, ‘তিলক না পারলে ভারতকে বিকল্প খুঁজতে হবে। কিন্তু সেই বিকল্প শুভমান গিল বা যশস্বী জয়সোয়াল নয়। ওপেনার বিকল্প হতে পারে না। কারণ তিলক ওপেনার নয়। মিডল অর্ডারে ব্যাট করে। এমন কাউকে নিতে হবে যে তিন বা চার নম্বরে ব্যাট করতে পারে। সঙ্গে বলটাও করতে পারলে বেশ ভালই হয়।’ এরপরই আকাশ চোপড়া বলেছেন, ‘আমার মতে সেরা বিকল্প হতে পারে শ্রেয়স আইয়ার। চোট সারিয়ে ফিরে এসেছে। রান করেছে বিজয় হাজারেতে। শ্রেয়সই অটোমেটিক চয়েস। আইপিএলে মিডল অর্ডারে ব্যাট করে। ঝড় তুলতে পারে। আমি তো বলব তিলক না পারলে ওই জায়গায় শ্রেয়সকে নেওয়া হোক।’
আকাশ আরও বলেছেন, ‘যদি শ্রেয়সকে না নেওয়া হয়, তাহলে আমি রিয়ান পরাগের কথা বলব। কারণ ও বল করতে পারে। এবং টি–২০ দলে উপযোগী। অলরাউন্ডার বলা যেতে পারে। তবে আমার প্রথম পছন্দ শ্রেয়স।’
আকাশ চোপড়া আরও বলেছেন, ‘যখন ওপেনার দরকার নেই। তখন জীতেশ শর্মাও সুযোগ পেতে পারে। তবে সেই সম্ভাবনা খুব কম। আমি চাইছি মিডল অর্ডার ব্যাটার। তাই গিল বা গায়কোয়াড়কে চাইছি না। তবে জীতেশ উইকেটকিপিং করতে পারে। যদিও সব দিক থেকে খতিয়ে দেখে আমি শ্রেয়সের নামই বলব।’
