আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মার মতোই তিনিও কিংবদন্তি। ভারতের ক্রিকেটে তাঁর অবদান কোহলি-রোহিতের থেকে কোনও অংশে কম নয়। বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল এভাবেই অশ্বিনের প্রশংসা করেছেন। কিন্তু ইংল্যান্ডের মন্টি পানেসর মনে করেন, অশ্বিন যদি ইংল্যান্ডের হয়ে খেলতেন তাহলে বয়সের কারণে অবসর নিতে হত ৩৮-এর ভারতীয় অফ স্পিনারকে।
বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিন একগুচ্ছ রেকর্ড গড়েছেন। টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৩৭ বার। কিংবদন্তি শেন ওয়ার্নও ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। মুরলীধরন এগিয়ে সবার থেকে। ৬৭ বার ৫ উইকেট নিয়েছেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অফস্পিনার।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অশ্বিন ধরা দেন অন্য অবতারে। চেন্নাই টেস্টে দলের প্রয়োজনে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। আবার চতুর্থ দিনের সকালে তাঁর এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতেই ধসে যায় বাংলাদেশের ইনিংস। ছ'টি উইকেট নিয়েছিলেন অশ্বিন।
মন্টি পানেসর অন্য গল্প শোনাচ্ছেন। তিনি বলছেন, ''ইংল্যান্ড বিস্তর পরীক্ষানিরীক্ষা করে। অশ্বিন যদি ইংল্যান্ডের হয়ে খেলত, তাহলে প্রতিশ্রুতিমান কোনও তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য অশ্বিনকে বলত অবসর নিতে। আমার মনে হয়, ইংল্যান্ড বেশি পরীক্ষানিরীক্ষা করে, পরীক্ষা করতেই বেশি পছন্দ করে।''
যাঁরা ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা ৫২২। নাথান লিওনের ঝুলিতে ৫৩০ উইকেট। পানেসর মনে করেন অশ্বিনের থেকে ভাল লিয়ন। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার বলছেন, ''আমার মতে লাথান লিয়ন অশ্বিনের থেকে ভাল মানের বোলার। তবে ভারতের মাটিতে অশ্বিনই সেরা।''
