আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করল নাইজেরিয়ার মহিলা দল। বিশ্বকাপের আসরে এবার অভিষেক হল নাইজেরিয়ার। তাদের প্রথম ম্যাচ ছিল শনিবার সামোয়ার বিপক্ষে। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। এদিন তাদের কঠিন প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে এই ম্যাচেও বাধা পড়ে খেলায়। ম্যাচ গিয়ে দাঁড়ায় ১৩ ওভারে। সেই সুযোগ কাজে লাগাতে ভোলেনি নাইজেরিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে নাইজেরিয়ার রান হয় ১৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ৬৫। দুই নাইজেরিয়ান ওপেনার দ্রুত আউট হয়ে গেলেও অধিনায়ক পায়েটি লাকি এবং লিলিয়ান উদে দলকে এগিয়ে নেন। উদে সর্বোচ্চ ১৯ রান করেন এবং লাকি করেন ১৮ রান। নিউজিল্যান্ডের হয়ে অনিকা তাউফারে তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট নেন। ভাল বোলিং করেও ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি নিউজিল্যান্ড।
১৩ ওভারে কিউয়িরা ছয় উইকেট হারিয়ে রান তোলে ৬৩। দু’রানে ম্যাচ জিতে যান নাইজেরিয়ার মহিলারা। রান তাড়া করতে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। ইভ ওল্যান্ড (১৪) এবং অনিকা টড (১৯) দলকে কিছুটা সামাল দেন। অধিনায়ক টাশ ওয়াকেলিনও গুরুত্বপূর্ণ ১৮ রান করেন। শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান। তাঁদের হাতে ছিল পাঁচ উইকেট। তবে উদে দুর্দান্ত বল করে নাইজেরিয়াকে ঐতিহাসিক জয় এনে দেন।
