আজকাল ওয়েবডেস্ক: ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ। আবার সেই বাংলাদেশই তাকিয়ে রয়েছে আইসিসি-র দিকে।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব হচ্ছে না। তাঁরা তাদের বক্তব্য থেকে সরে আসতে নারাজ। আইসিসি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসিফ নজরুল বলেছেন, তাদের সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ঠিক ব্যবহার করেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কার মাটিতে খেলার পরিকল্পনা থেকে আমরা সরছি না। ওরা আমাদের ২৪ ঘন্টা সময় দিয়েছিল ঠিকই তবে আইসিসি-র মতো গ্লোবাল বডি এমন আচরণ করতে পারে না। আইসিসি ২০ কোটি দর্শককে হারাবে।''
বাংলাদেশ তাদের চরম অবস্থান জানিয়ে দেওয়ার পরেও আমিনুল ইসলাম কিন্তু আশাপ্রকাশ করছেন আইসিসি-কে নিয়ে। আরও একটা সুযোগ আইসিসি তাদের দেবে বলে মনে করেন আমিনুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলছেন, ''আইসিসি-র উপরে আস্থা আমরা হারাচ্ছি না। আমাদের নিশ্চয় শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া হবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।''
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে। বুধবার আইসিসি একপ্রকার আলটিমেটাম দিয়ে রেখেছিল বাংলাদেশকে। বাংলাদেশ যদি ভারতের মাটিতে এসে না খেলে তাহলে তাদের পরিবর্তে বিশ্বকাপে ঢুকে যাবে স্কটল্যান্ড। সময় শেষের আগেই জানা গেল, বিশ্বকাপে মাঠে নামার আগেই স্বপ্ন শেষ বাংলাদেশের!
সে দেশের সরকারের বক্তব্য আইসিসি-কে জানানোর পরেও সর্বোচ্চ নিয়ামক সংস্থার দিকেই তাকিয়ে রয়েছেন আমিনুল ইসলামরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল। কিন্তু এর ফলশ্রুতি যে কী ঘটতে চলেছে, তা কি জানে বাংলাদেশ?
