আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে মৃত্যু হল আইসিসি প্যানেলের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির। মাত্র ৪১ বছর বয়সেই জীবনাবসান হয় তাঁর। মঙ্গলবার নানগরহরের অচিন জেলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রেখে গেলেন পাঁচ ছেলে এবং সাত মেয়েকে। তবে মৃত্যুর আসল কারণ জানা যায়নি। শিনওয়ারির ভাই সেইদা জান বলেন, 'অসুস্থ হয়ে পেশোয়ারে গিয়েছিল। পেটের অতিরিক্ত চর্বি গলাতে চেয়েছিল। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল। অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর বিকেল পাঁচটার সময় মারা যায়। আমরা রাতেই ওর মরদেহ নিয়ে এসেছি। অচিনে আমাদের পৈতৃক কবরস্থানে কবর দেওয়া হয়েছে।' 

শিনওয়ারির মৃত্যুতে শোকপ্রকাশ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আইসিসির একটি বিবৃতিতে তিনি বলেন, 'ক্রিকেটে ওর অবদান প্রচুর। ওকে ক্রিকেটমহল মিস করবে। আমরা খুবই দুঃখিত। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।' শোকপ্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আফগানিস্তানের আম্পায়ার ৩৪টি একদিনের ম্যাচ, ২৬ টি-২০, ৩১টি ফার্স্ট ক্লাস ম্যাচ, ৫১ লিস্ট এ ম্যাচ এবং ৯৬ ঘরোয়া টি-২০ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেন। ২০১৭ সালে আন্তর্জাতিক মঞ্চে আম্পায়ার হিসেবে হাতেখড়ি হয় শিনওয়ারির। শারজায় আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচ ছিল।