আজকাল ওয়েবডেস্ক: ভারতে খেলবে না পাকিস্তান। চলতি বছর ভারতে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হবে। কিন্তু পুরনো চুক্তি অনুযায়ী ভারতে পা রাখবেন না পাকিস্তানের মেয়েরা। পাকিস্তান টিম তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে। বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সূচি ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। একই সঙ্গে আগামী বছর মেয়েদের টি২০ বিশ্বকাপের দিনক্ষণও ঘোষণা করে দিল আইসিসি। ১২ জুন এজবাস্টনে শুরু হবে বিশ্বকাপ। ইংল্যান্ডই খেলবে উদ্বোধনী ম্যাচ। ৫ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচ। ওভালে হবে দুটো সেমিফাইনাল।
ভারতের যে স্টেডিয়ামে খেলা হবে তার মধ্যে রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু), এসিএ স্টেডিয়াম (গুয়াহাটি), হোলকার স্টেডিয়াম (ইন্ডোর), এসিএ–ভিডিসিএ (বিশাখাপত্তনম)। আর খেলা হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত। প্রথম সেমিফাইনাল, ২৯ অক্টোবর। দ্বিতীয় সেমিফাইনাল, ৩০ অক্টোবর। ফাইনাল ২ নভেম্বর।
এটা ঘটনা ভারতকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হলে যেতে হবে কলম্বোয়।
