আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে দু'সপ্তাহ বাকি। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। লাহোর এবং করাচিতে সংস্কারের কাজ এখনও চলছে। তার আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ ফেব্রুয়ারি থেকে সিরিজ শুরু। তার আগে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম ত্রিদেশীয় সিরিজ মুলতানে হওয়ার কথা ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে লাহোর এবং করাচির পরিকাঠামো পরখ করে নেওয়ার জন্য টুর্নামেন্ট এই দুই ভেন্যুতে সরানো হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচ লাহোর এবং করাচিতে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে আইসিসিকে স্টেডিয়াম হস্তান্তর করার কথা পিসিবির। কিন্তু ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পরে স্টেডিয়াম হাতে পাবে আইসিসি। 

 

 

একইভাবে দুবাইয়ের স্টেডিয়ামেও আই‌এলটি ২০ চলছে। ১০ ফেব্রুয়ারি থেকে স্টেডিয়াম ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে হস্তান্তর করা হবে। আইসিসির এক সূত্র বলেন, 'টুর্নামেন্টের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুতে ম্যাচ রাখার অনুমতি আইসিসির থেকে নিতে পারে সংশ্লিষ্ট বোর্ড। পিসিবি সেটাই করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভেন্যু পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। দুবাই স্টেডিয়ামও আইএলটি ২০ টুর্নামেন্টের জন্য ব্যবহার করা হবে।' আইসিসি টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ব্র্যান্ডিংয়ের অনেক কাজ থাকে। স্পনসরদের ব্যানার, বিলবোর্ড বসে। পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজে কড়া নজর রাখছে আইসিসি। গত সপ্তাহে পর্যবেক্ষণে যায় দু'জন প্রতিনিধি। জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং সিনিয়র ম্যানেজার সারা এডগার পর্যবেক্ষণে গিয়েছিলেন। তাঁরা সেই রিপোর্ট আইসিসিকে জমা দিয়েছে। কাজের গতিতে সন্তুষ্ট আইসিসির‌ প্রতিনিধিরা।