আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছে বৃহস্পতিবার থেকে। এবারের বিশ্বকাপে নতুন এক প্রযুক্তির সাহায্য নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
সোশ্যাল মিডিয়ায় 'টক্সিক কনটেন্ট'-এর বাড়বাড়ন্ত। তার হাত থেকে রক্ষা করতে নতুন এক সফটওয়্যার ব্যবহার করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে নেতিবাচক কনটেন্ট কমিয়ে এনে সোশ্যাল মিডিয়ায় সুস্থ পরিবেশ তৈরি করাই আসল উদ্দেশ্য।
এর মধ্যেই ৬০ জনের বেশি ক্রিকেটার এই পদ্ধতির ব্যবহার শুরু করে দিয়েছেন। যুক্তরাজ্যের সফটওয়ার কোম্পানি গোবাবলকে এই কাজে নিযুক্ত করেছে আইসিসি। ইদানীং কালে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য, ঘৃণা ছড়ানো, কটূক্তি বেড়ে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটদুনিয়ায় সুস্থ পরিবেশ আনা হবে।
আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যাধুনিক এই প্রযুক্তি ঘৃণা ছড়ানো বক্তব্য, হয়রানি এবং নারীবিদ্বেষী মন্তব্য চিহ্নিত করবে এবং সেগুলোকে আড়াল করবে।
