আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে এক ইমেল মারফত জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে নিজেদের বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয়।
এই সিদ্ধান্তের পরই টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে আইসিসি। এমনটাই জানা গিয়েছে এক রিপোর্ট মারফত।
কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত ঘটে বিসিসিআইয়ের নির্দেশ থেকেই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য। আবুধাবিতে আইপিএল মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর।
তবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই প্রেক্ষাপটেই এই নির্দেশ দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে।
বিসিসিআইয়ের নির্দেশের পরেই কেকেআর ৩০ বছর বয়সী এই পেসারকে দল থেকে মুক্ত করে। এই ঘটনার পরপরই জরুরি বৈঠক ডাকে বিসিবি।
রবিবার বিসিবির পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, তারা আইসিসি-কে চিঠি দিয়ে অনুরোধ করেছে, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে’ ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হোক।
এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানো আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র এক মাস বাকি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলার কথা কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিরুদ্ধে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে খেলার কথা বাংলাদেশের। তবে বিসিবির ই-মেলের পর এই সূচি আদৌ বহাল থাকে কি না, সেদিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের।
