আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি কি আদৌ পাকিস্তানে হবে? হলে রোহিত, বিরাটরা কি পাকিস্তানে খেলতে যাবেন? বেশ কয়েকদিন ধরেই বিশ্বক্রিকেটে এই প্রশ্ন ঘুরছে। এবার তার সমাধানসূত্র বের করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আইসিসির প্রতিনিধি দল। সেই বৈঠকে সূচি নির্ধারিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই পাকিস্তান যাবে আইসিসির একটি প্রতিনিধি দল। তখনই পিসিবির সঙ্গে সূচির খসড়া নিয়ে আলোচনা হবে। তবে এখনও পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে জানানো হয়নি ঠিক কতজনের দল যাচ্ছে। আলোচনার মূল বিষয়বস্তুও জানানো হয়নি। তবে ধরে নেওয়া হচ্ছে, সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বেশ কয়েকদিন আগে সূচির একটি প্রাথমিক খসড়া আইসিসিকে পাঠায় পিসিবি। সেখানে ভারতীয় দলের বেস হিসেবে লাহোরের নাম উল্লেখ ছিল। এক সূত্র জানান, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলো সূচি দেখেছে। সূচি চূড়ান্ত করে ঘোষণার আগে কিছু কাজ বাকি আছে। তার একটা প্রধান কারণ ভারতীয় দলের অংশগ্রহণ। ভারত সরকার দল পাঠাবে কিনা এখনও জানা নেই। সেই কারণেই সূচি চূড়ান্ত করা যাচ্ছে না।' 

করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির মাঠ এবং স্টেডিয়াম পর্যবেক্ষণ করবে আইসিসির প্রতিনিধি দল। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গেও বৈঠক করবে। টিম হোটেলগুলো ঘুরে দেখবেন তাঁরা। ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জয় শাহ। সেই কারণেই গত বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও দেরীতে প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে তার মধ্যে জানা যাবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা। এই নিয়ে ক্রিকেট বিশ্ব অবশ্য বিভক্ত। পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটার রোহিতদের তাঁদের দেশে খেলতে যাওয়ার পক্ষে। ব্যতিক্রম দানিশ কানেরিয়ার মতো প্রাক্তনীরা।‌ নিরাপত্তাজনিত কারণে তিনি ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়া চাইছেন না। তিনি চাইছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক দুবাইয়ে।