আজকাল ওয়েবডেস্ক: ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ১৫ জানুয়ারি শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

২০২৪ সালে শেষ বার অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ফরম্যাটটা একই আছে। ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। ২৩ দিনে ৪১টি ম্যাচ হবে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। 
জিম্বাবোয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড নিয়ে গ্রুপ বি। গ্রুপ সি-তে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। গ্রুপ ডি-তে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 

প্রথম দিনই ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেদিন রয়েছে আরও দুটি ম্যাচ। জিম্বাবোয়ের সামনে স্কটল্যান্ড। অন্য ম্যাচে তানজানিয়া মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ পর্বের পরে রয়েছে সুপার সিক্স। তার পরে সেমিফাইনাল ও ফাইনাল। 

ইদানীং কালে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে ক্রীড়াসূচি তৈরি করা হচ্ছে। আইসিসি-ও জানে দুই প্রতিবেশী দেশকে ক্রিকেট মাঠে লড়িয়ে দিলে তাদের কোষাগার ভরবে। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়নি। 

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক এখন ভাল নয়। এশিয়া কাপে দেখা গিয়েছে দুই দেশের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি। ফাইনাল জেতার পরেও ভারতকে ট্রফি-মেডেল না দিয়ে নিয়ে গিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। এখনও এশিয়া কাপ হাতে পায়নি ভারত। ফলে দুই দেশ মুখোমুখি হওয়া মানেই বিতর্ক। সেই বিতর্ক এড়াতেই একই গ্রুপে রাখা হল না ভারত ও পাকিস্তানকে।