'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকে আসছে একের পর এক চমক। রামাকান্তের মৃত্যুর পর নাটোরের ক্ষমতা হাতে নিয়ে দেশ শাসন করছেন রানি ভবানী। এর মধ্যেই তার মেয়ে তারাও বেড়ে উঠছে। তার রূপ, লাবণ্য, গুণের কথা ছড়িয়ে পড়ছে চারিদিকে। এর মধ্যেই নতুন করে কোন বিপদ আসতে চলেছে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তরবারি চালানো, রাজ্য সামলানোর পাশাপাশি, রানি ভবানীর ভাল থাকা লুকিয়ে তার মেয়ে তারার মধ্যেই। সে শিব পুজো নিয়েই ব্যস্ত থাকে। অন্যদিকে তখন মসনদে সিরাজউদ্দৌলা। এই চরিত্রে অনুরাগের ছোঁয়ার পর 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে এন্ট্রি নিলেন অভিনেতা মীর রহেমিন রহিম।
সিরাজের নজর পড়ে রানি ভবানীর মেয়ের দিকে। তারার সম্ভ্রম রক্ষা করতে নবাবকেও ডরায় না রানি। সোজা ভরা সভায় বন্দুক তাক করেন সিরাজের দিকে। এই ঘটনার পর কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প সেই দিকেই নজর থাকবে সকলের।
প্রসঙ্গত 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন রাজনন্দিনী পাল। প্রথম থেকেই এই পিরিয়ড ড্রামা দর্শকদের নজর কেড়েছে। সেরা ১০ ধারাবাহিকে নিজের জায়গা ধরে রেখেছে। তবে সম্প্রতি 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র আগমনে কপাল পুড়েছে এই মেগার। বদলেছে সম্প্রচারের সময়। রাত সাড়ে ৮টার বদলে এখন বিকেল ৫টা থেকে দেখা যাচ্ছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। সোমবার, ১৭ নভেম্বর থেকে এই বদল ঘটেছে। অন্যদিকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র হাত ধরে বহু বছর পর পুনরায় ছোটপর্দায় ফিরলেন স্বস্তিকা দত্ত।
প্রসঙ্গত সম্প্রতি রাজরাজেশ্বরী রাণী ভবানীর এই সময় বদল নিয়ে মুখ খুলেছেন রাজনন্দিনীর মা, তথা অভিনেত্রী-নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত। তিনি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, 'হঠাৎ এরকম হবে ভাবতে পারিনি। আপনাদের সবার প্রিয় অভিনেত্রী রাজনন্দিনী যে সিরিয়ালের জন্য বাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষের মনে আজ জায়গা করে নিয়েছে, সেই বিখ্যাত সিরিয়াল রাণী ভবানী একাধিকবার টিআরপিতে বাংলার সেরা হয়ে নিজেকে প্রমাণ করার পরেও হঠাৎই তার সময় বদলে গেল। অনেকেরই রোজের রুটিন ছিল সন্ধ্যে সাড়ে আটটা বাজলেই রাণী ভবানী দেখতে টিভির সামনে বসে পড়া। বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় আর এত গুরুত্বপূর্ণ এক মহিলা চরিত্রকে যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় সবার সামনে, সাথে টানটান গল্প আর তেমনই সুন্দর পরিচালনা এটা রাণী ভবানী না দেখলে বিশ্বাস করা কঠিন।'
