জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল কুরাসাও।
2
8
জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের ছাড়পত্র পেল তারা। সেই সঙ্গে গড়ল ইতিহাসও।
3
8
২০১৮ বিশ্বকাপে ইতিহাস গড়েছিল আইসল্যান্ড। কুরাসাও কিন্তু তাদের পিছনে ফেলে দিল।
4
8
৩ লক্ষ ৯৮ হাজার ২৬৬ জনসংখ্যার দেশ আইসল্যান্ড এত দিন ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলে রেকর্ড ধরে রেখেছিল।
5
8
কুরাসাওয়ের জনসংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ৪৮৭ জন। আইসল্যান্ডের রেকর্ড ভেঙে দিল তারা।
6
8
কুরাসাওয়ের জাতীয় ফুটবল দলের কোচ ডিক অ্যাডভোকাট। জামাইকার বিরুদ্ধে তিনি পারিবারিক কারণে থাকতে পারেননি ডাগ আউটে।
7
8
জামাইকা ম্যাচটা জিততেও পারত। বিরতির পর তিনবার কুরাসাওয়ের পোস্ট কাঁপিয়েও গোল পায়নি জামাইকা।
8
8
কুরাসাও অপরাজিত থেকে ১২ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর স্থান দখল করে। ১০ বছর আগেও ফিফার ক্রমতালিকায় ১৫০ নম্বরে ছিল তারা। এখন ৮২ নম্বরে। সেই দেশ বিশ্বকাপে গেল।