আন্তর্জাতিক পুরুষ দিবসে দিন টলিউডের চেনা মুখ তন্বী লাহা রায়ের একটি পোস্ট ঘিরে হইচই! এদিন কী এমন পোস্ট করলেন অভিনেত্রী? 

ইনস্টাগ্রামে তন্বী লাহা রায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে কাঁধে তুলে নিয়েছেন এক ব্যক্তি। ডাম্বলের বদলে অভিনেত্রীকে তুলেই তিনি জিমে ওয়েট লিফটিং করছেন। আর সেই ভিডিও করেছেন খোদ তন্বীই। তাঁর পরনে কালো টপ এবং নীল জগার্স। আর সেই সুদর্শন পুরুষের পরনে ছাই রঙা টিশার্ট এবং কালো প্যান্ট। এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ওর এই বিশেষ দিনে, আমি ওকে ওর পছন্দের ওজন তুলতে দিলাম। অর্থাৎ আমি।' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে শুভ জন্মদিন, ইত্যাদি লেখেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের 'মীরা'। 

এই ভিডিও দেখেই তাঁর অনুরাগী এবং নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, কে এই ব্যক্তি? ইনিই কি তবে নায়িকার নতুন প্রেমিক? কার সঙ্গে আলাপ করালেন? না, একেবারেই এই ব্যক্তি তন্বীর প্রেমিক নন। বরং তাঁরা সম্পর্কে জামাইবাবু এবং শ্যালিকা। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি তন্বীর দিদি তাদৃশীর স্বামী রাজদীপ ঘোষ। পেশায় রাজদীপ একজন ব্যবসায়ী। এক খ্যাতনামা চাল কোম্পানির মালিক রাজদীপ। এবং বলাই বাহুল্য শ্যালিকার মতো তিনিও ফিটনেস ফ্রিক। 

প্রসঙ্গত, তন্বী লাহা রায় রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু তাঁদের সেই সম্পর্ক টেকেনি। সমাজমাধ্যম থেকে নিজেদের সমস্ত ছবি মুছলেও এই বিষয়ে প্রকাশ্যে দুজনের কেউই কথা বলেননি। বর্তমানে তন্বী লাহা রায়কে দর্শকরা 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। এখানে তাঁর চরিত্রের নাম 'মীরা'। প্রথম থেকেই তাঁর চরিত্রকে পছন্দ করেছেন দর্শকরা। অনেকের মতে তো আবার দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণার চরিত্রে তন্বীকে নেওয়া উচিত ছিল। তবে সম্প্রতি এই ধারাবাহিক নিয়ে জোর গোল বেঁধেছে। চিরদিনই তুমি যে আমার ছেড়ে দিয়েছেন জিতু কামাল, এমনটাই শোনা যাচ্ছে টলি পাড়ার অন্দরে কান পাতলে। এই খবর সত্যি হলে এই চরিত্রে এবার কাকে দেখা যাবে সেই দিকেই নজর সকলের। তবে ধারাবাহিকে যতই সমস্যা হোক তন্বী বরাবরের মতো যে চরিত্রে অভিনয় করেন তাতে যেমন নিজে সেরাটা দেন এই ধারাবাহিকের ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। সম্প্রতি এই ধারাবাহিকের শুটিং চলাকালীন আঘাত পান তিনি। হাত কেটে যায় তাঁর।