ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, বলিরেখা দূর করে ত্বকের বয়স ধরে রাখতে কত ধরনেরই না ট্রিটমেন্ট রয়েছে। বোটক্স, ফিলার্স, কত কীই না করানো হয়। কিন্তু জানেন কি, এসব এখন অতীত? এমন ৪ ধরনের ট্রিটমেন্ট রয়েছে যা ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেবে?
2
7
হ্যাঁ, আপনার ত্বকের বয়স বাড়তে তো দেবেই না, বরং কমাবে। কী চমকে গেলেন? জানেন কোন ৪ ট্রিটমেন্ট সেগুলো যা ভিতর দিয়ে আপনার ত্বককে মেরামত করে বয়স কমাবে?
3
7
প্রথমেই বলা যাক জিএইচকে-সিইউ ট্রিটমেন্ট বা কপার পেপ্টাইডের কথা। এটি কোলাজেন এবং নমনীয়তা বৃদ্ধি করে। ত্বককে মসৃণ করে এবং টানটান রাখে। ফলে দূর হয়ে বলিরেখা। কোষের অক্সিজেনেশন বাড়িয়ে ঔজ্জ্বল্য বাড়ায়।
4
7
আরগিরেলিন বা অ্যাসিটিল হেক্সাপেপ্টাইড-৮ ট্রিটমেন্ট থাকবে এই তালিকায়। এটিকে বোটক্স ইন এ বোতল বলা হয়ে থাকে। এটা মুখের মাইক্রো মাসল কমায়, প্যারালাইসিস না করেই কমায় বলিরেখার গভীরতা।
5
7
থিমোসিন বিটা ৪ ট্রিটমেন্ট কোষকে পুনর্জীবন দেয়। টিস্যুকে মেরামত করতে সাহায্য করে এটি, একই সঙ্গে কমায় প্রদাহ।
6
7
ম্যাত্রিক্সল কোলাজেন বৃদ্ধি এবং কোষের অতিরিক্ত মেরামতে সাহায্য করে থাকে। ত্বকের নমনীয়তাও বৃদ্ধি করে। সময়ের সঙ্গে ধীরে ধীরে কমায় বলিরেখা এবং তার গভীরতা।
7
7
এই প্রতিটি ট্রিটমেন্ট একত্রে বয়স কমাতে সাহায্য করে। না, আপনার বায়োলজিক্যাল এজ কীভাবে আর কমবে, কিন্তু তার ছাপ পড়বে না আপনার চোখে মুখে। এমনকী আপনার বয়সের তুলনায় নবীন লাগবে। ধরে রাখবে আপনার স্বাভাবিক ঔজ্জ্বল্য, বাড়াবে নমনীয়তা।