আজকাল ওয়েবডেস্ক: চাপে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে করতে হবে ২৬৫। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৬৪ রানে। কিন্তু রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই হারাল দুই উইকেট। ফিরে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।
মাত্র ৮ রানের মাথায় ডোয়ারসুইসের বলে বোল্ড হয়ে যান গিল। দলের রান তখন ৩০। মাত্র একটি বাউন্ডারি মেরেছেন গিল। অন্যদিকে, শর্টের জায়গায় খেলতে নামা বাঁহাতি স্পিনার কনোলিকে সুইপ করতে গিয়ে এলবিডবলিউ হন রোহিত। ভারত অধিনায়ক করেন ২৮। ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরু করেছিলেন রোহিত। যদিও তাঁর ক্যাচও পড়ে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না রোহিত।
দলকে টেনে তোলার দায়িত্ব এখন বিরাট কোহিল ও শ্রেয়স আইয়ারের উপর। দুই তারকাই এই টুর্নামেন্টে রানের মধ্যে আছেন। এখন দেখার অজিদের বিরুদ্ধে বাজিমাত করতে পারেন কিনা।
প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। মঙ্গলবার দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে। স্টিভ স্মিথের দলের বোলিং দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারবেন রোহিতরা? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
